Ajker Patrika

বোদায় পূর্ব শত্রুতার জেরে আড়াই শ গাছ কেটে ফেলার অভিযোগ

প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২১, ১২: ০৪
Thumbnail image

বোদা (পঞ্চগড়): বোদায় রাতের আঁধারে একটি বাগানের আড়াই শ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকেরা। পূর্বশত্রুতার জেরে পৌরসভার সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গিয়াস উদ্দীন বাদী হয়ে ১২ জনের নামে বোদা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে উক্ত বাগানের জমিসহ আশপাশের কয়েক বিঘা জমি কেনেন গিয়াস উদ্দীন। জমি কেনার পরে তিনি আম, কলা, লিচু, সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। কয়েক বছর ধরে এ গাছগুলো ফলনও দিচ্ছে। তবে হকিকুল ও তাঁর পরিবারের সদস্যরা এ জমি নিজেদের বলে দাবি করেন। এ নিয়ে কয়েক বছর আগে হকিকুল ইসলামের বাড়ির লোকজন গিয়াস উদ্দীনের বাড়িতে হামলা করে। পরে স্থানীয়রা এর মীমাংসা করেন।

কিছুদিন ধরে হকিকুল ইসলাম আবারও জমি খালি করে দেওয়ার হুমকি দিচ্ছেন। কিছুদিন আগে হকিকুলের লোকজন এ বাগানের ১০০টির মতো গাছ কেটে ফেলে। গত সোমবার (৭ জুন) রাতে আবারও হকিকুল ইসলামের পরিবারের সদস্যরা জমি দখলের চেষ্টা করে। এদিন রাতেই তাঁরা বাগানের বিভিন্ন জাতের প্রায় আড়াই শ গাছ কেটে ফেলে। সকালে স্থানীয়রা এ দৃশ্য দেখতে পান।

এ বিষয়ে অভিযুক্ত হকিকুল ইসলাম বলেন, ‘গাছ কে বা কারা কেটেছে আমি জানিনা। তবে উক্ত জমি নিয়ে তাঁদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে।’

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান, কয়েক দিন পূর্বে গিয়াস উদ্দীন একটি অভিযোগ করেছেন। এটির তদন্ত চলছে। এর মাঝে নতুন কোনো ঘটনা ঘটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত