প্রতিনিধি
বোদা (পঞ্চগড়): বোদায় রাতের আঁধারে একটি বাগানের আড়াই শ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকেরা। পূর্বশত্রুতার জেরে পৌরসভার সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গিয়াস উদ্দীন বাদী হয়ে ১২ জনের নামে বোদা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে উক্ত বাগানের জমিসহ আশপাশের কয়েক বিঘা জমি কেনেন গিয়াস উদ্দীন। জমি কেনার পরে তিনি আম, কলা, লিচু, সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। কয়েক বছর ধরে এ গাছগুলো ফলনও দিচ্ছে। তবে হকিকুল ও তাঁর পরিবারের সদস্যরা এ জমি নিজেদের বলে দাবি করেন। এ নিয়ে কয়েক বছর আগে হকিকুল ইসলামের বাড়ির লোকজন গিয়াস উদ্দীনের বাড়িতে হামলা করে। পরে স্থানীয়রা এর মীমাংসা করেন।
কিছুদিন ধরে হকিকুল ইসলাম আবারও জমি খালি করে দেওয়ার হুমকি দিচ্ছেন। কিছুদিন আগে হকিকুলের লোকজন এ বাগানের ১০০টির মতো গাছ কেটে ফেলে। গত সোমবার (৭ জুন) রাতে আবারও হকিকুল ইসলামের পরিবারের সদস্যরা জমি দখলের চেষ্টা করে। এদিন রাতেই তাঁরা বাগানের বিভিন্ন জাতের প্রায় আড়াই শ গাছ কেটে ফেলে। সকালে স্থানীয়রা এ দৃশ্য দেখতে পান।
এ বিষয়ে অভিযুক্ত হকিকুল ইসলাম বলেন, ‘গাছ কে বা কারা কেটেছে আমি জানিনা। তবে উক্ত জমি নিয়ে তাঁদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান, কয়েক দিন পূর্বে গিয়াস উদ্দীন একটি অভিযোগ করেছেন। এটির তদন্ত চলছে। এর মাঝে নতুন কোনো ঘটনা ঘটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোদা (পঞ্চগড়): বোদায় রাতের আঁধারে একটি বাগানের আড়াই শ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকেরা। পূর্বশত্রুতার জেরে পৌরসভার সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গিয়াস উদ্দীন বাদী হয়ে ১২ জনের নামে বোদা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে উক্ত বাগানের জমিসহ আশপাশের কয়েক বিঘা জমি কেনেন গিয়াস উদ্দীন। জমি কেনার পরে তিনি আম, কলা, লিচু, সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। কয়েক বছর ধরে এ গাছগুলো ফলনও দিচ্ছে। তবে হকিকুল ও তাঁর পরিবারের সদস্যরা এ জমি নিজেদের বলে দাবি করেন। এ নিয়ে কয়েক বছর আগে হকিকুল ইসলামের বাড়ির লোকজন গিয়াস উদ্দীনের বাড়িতে হামলা করে। পরে স্থানীয়রা এর মীমাংসা করেন।
কিছুদিন ধরে হকিকুল ইসলাম আবারও জমি খালি করে দেওয়ার হুমকি দিচ্ছেন। কিছুদিন আগে হকিকুলের লোকজন এ বাগানের ১০০টির মতো গাছ কেটে ফেলে। গত সোমবার (৭ জুন) রাতে আবারও হকিকুল ইসলামের পরিবারের সদস্যরা জমি দখলের চেষ্টা করে। এদিন রাতেই তাঁরা বাগানের বিভিন্ন জাতের প্রায় আড়াই শ গাছ কেটে ফেলে। সকালে স্থানীয়রা এ দৃশ্য দেখতে পান।
এ বিষয়ে অভিযুক্ত হকিকুল ইসলাম বলেন, ‘গাছ কে বা কারা কেটেছে আমি জানিনা। তবে উক্ত জমি নিয়ে তাঁদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান, কয়েক দিন পূর্বে গিয়াস উদ্দীন একটি অভিযোগ করেছেন। এটির তদন্ত চলছে। এর মাঝে নতুন কোনো ঘটনা ঘটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪