মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরে বেগম রোকেয়ার পায়রাবন্দে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে স্বামী ফেরদৌস জামান ডিপজলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার রংপুর র্যাবের একটি দল শহরের প্রধান ডাকঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
রংপুর র্যাব সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বিরাহিমপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস জামান ডিপজল এক বছর আগে বুজরুক তাজপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে আরমিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর যৌতুক দাবি করে স্বামী ফেরদৌস জামান ডিপজল। মেয়ের সুখের কথা ভেবে যৌতুকও দেন আব্দুর রাজ্জাক। কিন্তু আরও যৌতুক দাবি করে আরমিনার উপর নির্যাতন শুরু করে স্বামী ডিপজল। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে আরমিনা খাতুন জীবন বাঁচাতে বাবার বাড়ি চলে যান এবং পুনরায় লেখা পড়া শুরু করেন। এরপর তিনি পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রী কলেজে ভর্তি হন। গত ১০ আগষ্ট কলেজ যান তিনি। কলেজ শেষে বাড়ি যাওয়ার পথে ভাংনী চৌপথি নামক স্থানে আসলে ডিপজল তাঁর পথরোধ করেন। কোনকিছু বুঝে ওঠার আগেই হাতুড়ী দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরমিনাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় পর আহত গৃহবধূর বাবা আব্দুর রাজ্জাক মিঠাপুকুর থানায় একটি মামলা করেন। এদিকে রংপুর র্যাব -১৩ এর ছায়া তদন্ত শুরু করে। আজ শহরের প্রধান ডাকঘর এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে র্যাব।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক জাকির (তদন্ত) হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী তাঁর স্ত্রীর ওপর হামলার কথা স্বীকার করেছেন।
রংপুরে বেগম রোকেয়ার পায়রাবন্দে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে স্বামী ফেরদৌস জামান ডিপজলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার রংপুর র্যাবের একটি দল শহরের প্রধান ডাকঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
রংপুর র্যাব সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বিরাহিমপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস জামান ডিপজল এক বছর আগে বুজরুক তাজপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে আরমিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর যৌতুক দাবি করে স্বামী ফেরদৌস জামান ডিপজল। মেয়ের সুখের কথা ভেবে যৌতুকও দেন আব্দুর রাজ্জাক। কিন্তু আরও যৌতুক দাবি করে আরমিনার উপর নির্যাতন শুরু করে স্বামী ডিপজল। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে আরমিনা খাতুন জীবন বাঁচাতে বাবার বাড়ি চলে যান এবং পুনরায় লেখা পড়া শুরু করেন। এরপর তিনি পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রী কলেজে ভর্তি হন। গত ১০ আগষ্ট কলেজ যান তিনি। কলেজ শেষে বাড়ি যাওয়ার পথে ভাংনী চৌপথি নামক স্থানে আসলে ডিপজল তাঁর পথরোধ করেন। কোনকিছু বুঝে ওঠার আগেই হাতুড়ী দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরমিনাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় পর আহত গৃহবধূর বাবা আব্দুর রাজ্জাক মিঠাপুকুর থানায় একটি মামলা করেন। এদিকে রংপুর র্যাব -১৩ এর ছায়া তদন্ত শুরু করে। আজ শহরের প্রধান ডাকঘর এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে র্যাব।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক জাকির (তদন্ত) হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী তাঁর স্ত্রীর ওপর হামলার কথা স্বীকার করেছেন।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে