কুড়িগ্রাম প্রতিনিধি
সন্তানহীনকে সন্তান লাভের ও ‘জিনের’ কয়েন দিয়ে কোটি টাকা মূল্যের স্বর্ণের কয়েন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মেহের আলী নামে এক ‘কবিরাজকে’ গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা-পুলিশ। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) আদালত নেওয়া হলে তাঁকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়।
গতকাল সোমবার (২১ নভেম্বর) ভোরে জেলা শহরের পৌর এলাকার চরুয়া পাড়া গ্রাম থেকে মেহের আলীকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহের আলী কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর চরুয়া পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
ভুক্তভোগী নারীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের এক নারী সন্তানের মা হতে না পারায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তিনি চিকিৎসায় সুফল পাচ্ছিলেন না। এর মধ্যে মোবাইলে মেহেদি (মেহের আলী) নামে কবিরাজের সঙ্গে পরিচয় হয়। ওই কবিরাজ জিনের মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে বলে ওই নারীকে জানান। এরপর থেকে ওই নারী সন্তান লাভের আশায় কবিরাজ মেহেদির কাছে টাকার বিনিময়ে তাবিজ-কবচ নিতে থাকেন।
এদিকে এরই মধ্যে ওই নারীর বাড়িতে স্বর্ণের কয়েন আছে দাবি করে তা তুলে দেওয়ার প্রলোভন দেখান মেহেদি। একপর্যায়ে ওই নারীকে তিনি একটি পুরোনো সোনালি রঙের কয়েন দেন। কয়েনটি ‘জিনের’ কয়েন দাবি করে তা গভীর রাতে তাহাজ্জুদ নামাজের পর মোমবাতি জ্বালিয়ে দেখতে বলেন। ওই কয়েন থেকে কোটি টাকার স্বর্ণ মুদ্রা পাওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা দাবি করেন। এর আগে বিভিন্ন সময়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেন মেহের আলী।
কিন্তু দীর্ঘদিনেও গর্ভধারণ না করায় এবং কোনো স্বর্ণের কয়েনও না পাওয়ায় ভুক্তভোগী নারী তাঁর বোনের সহায়তায় পুলিশের দ্বারস্থ হন। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্ত মেহের আলীকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ। এ সময় মেহের আলীর কাছ থেকে কয়েন, তাবিজ ও হরিণের চামড়ার টুকরো উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ‘ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে মামলা করলে গত ২০ নভেম্বর দিবাগত রাতে আসামি মেহের আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভুক্তভোগীর কাছে দুই লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। তবে বাদী পক্ষের দাবি সে আরও অনেক বেশি টাকা নিয়েছে।’
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, ‘আসামিকে অধিকর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ অথবা কাল তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
সন্তানহীনকে সন্তান লাভের ও ‘জিনের’ কয়েন দিয়ে কোটি টাকা মূল্যের স্বর্ণের কয়েন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মেহের আলী নামে এক ‘কবিরাজকে’ গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা-পুলিশ। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) আদালত নেওয়া হলে তাঁকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়।
গতকাল সোমবার (২১ নভেম্বর) ভোরে জেলা শহরের পৌর এলাকার চরুয়া পাড়া গ্রাম থেকে মেহের আলীকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহের আলী কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর চরুয়া পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
ভুক্তভোগী নারীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের এক নারী সন্তানের মা হতে না পারায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তিনি চিকিৎসায় সুফল পাচ্ছিলেন না। এর মধ্যে মোবাইলে মেহেদি (মেহের আলী) নামে কবিরাজের সঙ্গে পরিচয় হয়। ওই কবিরাজ জিনের মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে বলে ওই নারীকে জানান। এরপর থেকে ওই নারী সন্তান লাভের আশায় কবিরাজ মেহেদির কাছে টাকার বিনিময়ে তাবিজ-কবচ নিতে থাকেন।
এদিকে এরই মধ্যে ওই নারীর বাড়িতে স্বর্ণের কয়েন আছে দাবি করে তা তুলে দেওয়ার প্রলোভন দেখান মেহেদি। একপর্যায়ে ওই নারীকে তিনি একটি পুরোনো সোনালি রঙের কয়েন দেন। কয়েনটি ‘জিনের’ কয়েন দাবি করে তা গভীর রাতে তাহাজ্জুদ নামাজের পর মোমবাতি জ্বালিয়ে দেখতে বলেন। ওই কয়েন থেকে কোটি টাকার স্বর্ণ মুদ্রা পাওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা দাবি করেন। এর আগে বিভিন্ন সময়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেন মেহের আলী।
কিন্তু দীর্ঘদিনেও গর্ভধারণ না করায় এবং কোনো স্বর্ণের কয়েনও না পাওয়ায় ভুক্তভোগী নারী তাঁর বোনের সহায়তায় পুলিশের দ্বারস্থ হন। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্ত মেহের আলীকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ। এ সময় মেহের আলীর কাছ থেকে কয়েন, তাবিজ ও হরিণের চামড়ার টুকরো উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ‘ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে মামলা করলে গত ২০ নভেম্বর দিবাগত রাতে আসামি মেহের আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভুক্তভোগীর কাছে দুই লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। তবে বাদী পক্ষের দাবি সে আরও অনেক বেশি টাকা নিয়েছে।’
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, ‘আসামিকে অধিকর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ অথবা কাল তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪