Ajker Patrika

দুপুরে পুলিশের হাতে আটক, বিকেলে মরদেহ হাসপাতালের বারান্দায়

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
দুপুরে পুলিশের হাতে আটক, বিকেলে মরদেহ হাসপাতালের বারান্দায়

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের হাতে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর হাসপাতালের বারান্দায় হিমাংশু বর্মণ (৪০) নামে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাঁর মরদেহ হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায়ই ছিল।

হিমাংশু উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া এলাকায় বিশ্বেস্বর চন্দ্র বর্মণের ছেলে। 

বেলা ১২টার দিকে স্ত্রী হত্যার অভিযোগে হিমাংশুকে নিজ বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানায় নিয়ে যায় পুলিশ। বিকেল ৪টার দিকে পুলিশ তাঁকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বলে জানিয়েছেন কর্মরত চিকিৎসক। 

জানা গেছে, আজ সকালের দিকে পুলিশ খবর পেয়ে হিমাংশুর শোবার ঘর থেকে তাঁর স্ত্রী সবিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এরপর বেলা ১২টার দিকে হিমাংশুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে বিকেল ৪টার দিকে পুলিশের একটি দল হিমাংশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হিরণ্ময় বর্মণ বলেন, ‘বিকেল ৪টা ৫ মিনিটে হিমাংশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তাঁর গলায় একটি দাগ রয়েছে। এখন পর্যন্ত তাঁর নাম-ঠিকানা আমাদের জানানো হয়নি।’ 

ভেলাগুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, ‘সবিতার লাশ উদ্ধারের পর বেলা ১২টার দিকে তার স্বামীকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। সন্ধ্যায় শুনতে পেয়েছি সে মারা গেছে।’ 

হিমাংশুকে তাঁর স্ত্রীর মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হিমাংশুর কাছে কিছু তথ্য পাওয়া যায়। এই অবস্থায় থানার নারী-শিশু হেল্প ডেস্কের কাছে তাঁকে রেখে অফিসারেরা খেতে যান। এই সুযোগে সেখানে থাকা ওয়াইফাইয়ের তার গলায় পেঁচিয়ে জানালার গ্রিলে ঝুলে আত্মহত্যা করেন হিমাংশু।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত