Ajker Patrika

চাচি মাদক ব্যবসায়ী, ভাতিজা সরবরাহকারী

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর) 
আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৩: ২৩
চাচি মাদক ব্যবসায়ী, ভাতিজা সরবরাহকারী

দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবা, হেরোইনসহ চাচি ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার ভেলাইন গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছে থেকে ২০০ ইয়াবা বড়ি ও ৫ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাদক বিক্রির ১৭ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

আটক দুজন হলেন উপজেলার ভেলাইন গ্রামের আব্দুল খালেক মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৬) ও একই এলাকার ফাত্তাজ আলীর ছেলে রিপন মিয়া (২২)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার দুজনসহ মাদক ব্যবসায় জড়িত পাঁচজনের বিরুদ্ধে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছি। ওই নারী দীর্ঘদিন থেকে বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছেন। আর অপরজন এসব মাদকদ্রব্য মাদকসেবীদের কাছে সরবরাহ করেন। তাঁরা দুজন সম্পর্কে চাচি-ভাতিজা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত