রংপুর প্রতিনিধি
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করার অপরাধে টিটু রায় (৪০) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন রংপুরের আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় টিটু রায় আদালতে উপস্থিত ছিলেন।
কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার। তিনি বলেন, ‘ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ায় আসামি টিটু রায়কে ৫৭ (২) ধারায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’
মামলা থেকে জানা গেছে, রংপুরের গঙ্গাচড়া থানার হরকলি ঠাকুরপাড়া এলাকার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে টিটু রায় নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। ২০১৭ সালের ২৮ অক্টোবর ফতুল্লায় থাকার সময় এমডি টিটু নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন টিটু। ওই পোস্টকে কেন্দ্র করে ঠাকুরপাড়া এলাকায় মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
২০১৭ সালের ১০ নভেম্বর জুমার নামাজের পর টিটুর শাস্তি দাবি করে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত মানুষ টিটুর বাড়িসহ ঠাকুরপাড়ার হিন্দুপল্লির বাড়িঘরে আগুন দেন। এই ঘটনায় স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। আহত হন পুলিশসহ ১৫ জন। এ নিয়ে সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়। গঙ্গাচড়া থানার মামলায় ২২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মকবুল হোসেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার রায় বলেন, ‘সাইবার ট্রাইব্যুনালে ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে রায় হয়ে থাকে। সেই মোতাবেক ফরেনসিক প্রতিবেদন থেকে টিটু রায়ের মোবাইল ফোন থেকে ওই ধরনের বিতর্কিত পোস্ট দেওয়ার প্রমাণ মেলেনি। আমি মনে করি, নিরক্ষর একজন ছেলের পক্ষে ভুয়া আইডি খুলে এ রকম পোস্ট দেওয়া সম্ভব না। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করার অপরাধে টিটু রায় (৪০) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন রংপুরের আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় টিটু রায় আদালতে উপস্থিত ছিলেন।
কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার। তিনি বলেন, ‘ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ায় আসামি টিটু রায়কে ৫৭ (২) ধারায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’
মামলা থেকে জানা গেছে, রংপুরের গঙ্গাচড়া থানার হরকলি ঠাকুরপাড়া এলাকার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে টিটু রায় নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। ২০১৭ সালের ২৮ অক্টোবর ফতুল্লায় থাকার সময় এমডি টিটু নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন টিটু। ওই পোস্টকে কেন্দ্র করে ঠাকুরপাড়া এলাকায় মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
২০১৭ সালের ১০ নভেম্বর জুমার নামাজের পর টিটুর শাস্তি দাবি করে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত মানুষ টিটুর বাড়িসহ ঠাকুরপাড়ার হিন্দুপল্লির বাড়িঘরে আগুন দেন। এই ঘটনায় স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। আহত হন পুলিশসহ ১৫ জন। এ নিয়ে সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়। গঙ্গাচড়া থানার মামলায় ২২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মকবুল হোসেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার রায় বলেন, ‘সাইবার ট্রাইব্যুনালে ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে রায় হয়ে থাকে। সেই মোতাবেক ফরেনসিক প্রতিবেদন থেকে টিটু রায়ের মোবাইল ফোন থেকে ওই ধরনের বিতর্কিত পোস্ট দেওয়ার প্রমাণ মেলেনি। আমি মনে করি, নিরক্ষর একজন ছেলের পক্ষে ভুয়া আইডি খুলে এ রকম পোস্ট দেওয়া সম্ভব না। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে