উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে রিংকি বেগম (১৮) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার তেলিপাড়া গ্রামে এ ঘটন ঘটে। এদিকে হত্যাকাণ্ডের পর পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
নিহত রিংকি উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে। তিনি পাশের ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর এলাকার কছর আলীর ছেলে মেহেদি হাসানের (২৫) স্ত্রী।
নিহত স্বজন ও এলাকাবাসী জানান, মেহেদি হাসান চাকরির সুবাদে চট্টগ্রামে অবস্থান করছেন। চার দিন আগে রিংকি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। গতকাল শনিবার রাতের খাওয়া শেষে একটি কক্ষে রিংকি একাই ঘুমিয়ে পড়েন। পাশের ঘরে দাদা আব্দুল জলিল, দাদি রমিজা বেগম ও ভাই মুজাহিদ (১২) ছিল। আজ সকালে স্বজনেরা তাঁকে ডাকাডাকি করে সাড়া পায়নি। পরে ওই কক্ষের সঙ্গে থাকা বাথরুমের দরজা খোলা দেখতে পেয়ে মুজাহিদ ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় বোনকে দেখে চিৎকার করে। এ সময় স্বজনরা ঘরে ঢুকে রিংকিকে গলা কাটাসহ ক্ষতবিক্ষত অবস্থায় বিছানায় পরে থাকতে দেখেন।
তাঁরা আরও জানান, ওই রাতে রিংকির বাবা ও মা বাড়িতে ছিলেন না। বাবা চাকরির সুবাদে লালমনিরহাটে পাটগ্রামে ও মা বাবার বাড়িতে বেড়াতে যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি রহস্যজনক মনে করায় সিআইডিকে খবর দেন। পুলিশ ও সিআইডির টিম যৌথভাবে ঘটনাস্থলে আলমত সংগ্রহ করেন।
নিহত রিংকির ফুফু লিপি বলেন, ‘গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। এ কারণে পাশের ঘরে দাদা-দাদি থাকলেও তারা কিছুই টের পাননি। দুর্বৃত্তরা রিংকির গলা কেটে হত্যাসহ শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১৫-১৬টি ক্ষত করে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমরা জানি না। পুলিশ তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করবে বলে আশা করি।’
পান্ডুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম গৃহবধূর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডটি রহস্যজনক হওয়ায় সিআইডি টিমসহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন করে দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে।
কুড়িগ্রামের উলিপুরে রিংকি বেগম (১৮) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার তেলিপাড়া গ্রামে এ ঘটন ঘটে। এদিকে হত্যাকাণ্ডের পর পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
নিহত রিংকি উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে। তিনি পাশের ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর এলাকার কছর আলীর ছেলে মেহেদি হাসানের (২৫) স্ত্রী।
নিহত স্বজন ও এলাকাবাসী জানান, মেহেদি হাসান চাকরির সুবাদে চট্টগ্রামে অবস্থান করছেন। চার দিন আগে রিংকি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। গতকাল শনিবার রাতের খাওয়া শেষে একটি কক্ষে রিংকি একাই ঘুমিয়ে পড়েন। পাশের ঘরে দাদা আব্দুল জলিল, দাদি রমিজা বেগম ও ভাই মুজাহিদ (১২) ছিল। আজ সকালে স্বজনেরা তাঁকে ডাকাডাকি করে সাড়া পায়নি। পরে ওই কক্ষের সঙ্গে থাকা বাথরুমের দরজা খোলা দেখতে পেয়ে মুজাহিদ ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় বোনকে দেখে চিৎকার করে। এ সময় স্বজনরা ঘরে ঢুকে রিংকিকে গলা কাটাসহ ক্ষতবিক্ষত অবস্থায় বিছানায় পরে থাকতে দেখেন।
তাঁরা আরও জানান, ওই রাতে রিংকির বাবা ও মা বাড়িতে ছিলেন না। বাবা চাকরির সুবাদে লালমনিরহাটে পাটগ্রামে ও মা বাবার বাড়িতে বেড়াতে যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি রহস্যজনক মনে করায় সিআইডিকে খবর দেন। পুলিশ ও সিআইডির টিম যৌথভাবে ঘটনাস্থলে আলমত সংগ্রহ করেন।
নিহত রিংকির ফুফু লিপি বলেন, ‘গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। এ কারণে পাশের ঘরে দাদা-দাদি থাকলেও তারা কিছুই টের পাননি। দুর্বৃত্তরা রিংকির গলা কেটে হত্যাসহ শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১৫-১৬টি ক্ষত করে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমরা জানি না। পুলিশ তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করবে বলে আশা করি।’
পান্ডুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম গৃহবধূর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডটি রহস্যজনক হওয়ায় সিআইডি টিমসহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন করে দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪