Ajker Patrika

ইয়াবা কারবারির আঘাতে পুলিশ সদস্য আহত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২২, ১২: ০১
ইয়াবা কারবারির আঘাতে পুলিশ সদস্য আহত

কুড়িগ্রামের চিলমারীতে ইয়াবা কারবারি নুর আলম পাকড়াকে (৪৮) গ্রেপ্তার করতে গিয়ে রতন নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের জোরগাছ বাজারের কাছে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত নুর আলম উপজেলার থানাহাট ইউপির সবুজপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। 

চিলমারী থানার পরিদর্শক (তদন্ত) প্রাণ কৃষ্ণ দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক কারবারি নুর আলমকে আটক করতে গেলে তিনি এএসআই রতনকে আঘাত করেন ও ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে রতন আহত হন। তবে অন্য পুলিশ সদস্যরা নুর আলমকে আটক করতে সক্ষম হন। পরে তাঁর কাছ থেকে ৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। 

প্রাণ কৃষ্ণ দেবনাথ আরও বলেন, নুর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে। আহত পুলিশ সদস্য রতনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত