Ajker Patrika

বালিয়াডাঙ্গীতে পল্লী বিদ্যুৎ কর্মীকে মারধরের অভিযোগ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৯: ৫৩
বালিয়াডাঙ্গীতে পল্লী বিদ্যুৎ কর্মীকে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের পর ওই কর্মীকে ঘরে আটকে রেখে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত লাইনম্যানকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। 

মারধরের শিকার লাইনম্যান মো. আলাল ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী জোনাল অফিসে কর্মরত আছেন। অভিযুক্তরা হলেন গোলাম রব্বানী (৪০), তাঁর স্ত্রী চম্পা আক্তার (৩৫) ও তাঁদের মেয়ে। তাঁরা পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের বাসিন্দা। 

পল্লী বিদ্যুৎ সমিতি বালিয়াডাঙ্গী জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কামরুল হাসান বলেন, ‘বৈদ্যুতিক তার ও পিলারের পাশে বেড়ে ওঠা গাছের ডালপালা কাটার জন্য লাইনম্যান আলালসহ কয়েকজন শ্রমিক বামুনিয়া গ্রামে কাজ করছিলেন। ওই এলাকার গোলাম রব্বানী নামে এক ব্যক্তির বাড়িতে একটি গাছের ডাল কাটতে গাছে ওঠার পর বাধা দেন তাঁর স্ত্রী চম্পা আক্তার ও মেয়ে। ডালটি কেটে নামার সময় মা-মেয়ে লাইনম্যান আলালকে মারধর শুরু করেন। পরে গোলাম রব্বানী বাড়িতে এসে লাইনম্যানকে গলায় ছুরি ঠেকিয়ে ঘরে বন্দী করেন। এ ঘটনায় চুপচাপ থাকার শর্তে সাদা কাগজে স্বাক্ষর আদায়ের চেষ্টা করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে চাকরি খেয়ে নেবেন বলে হুমকি দেন। ভয়ে তার সঙ্গে যাওয়া শ্রমিকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’ 

এজিএম আরও বলেন, ‘লাইনম্যান আলাল আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করলে আমি পুলিশকে জানাই। পরে পুলিশ ও আমাদের লোকজন ঘটনাস্থল থেকে কাপড়চোপড় ছেঁড়া অবস্থায় আলালকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। আমরা ওই ব্যক্তির নামে, তাঁর স্ত্রী ও বাবার নামে থাকা তিনটি বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে এসেছি। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।’ 

জানতে চাইলে গোলাম রব্বানী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘গাছের ডাল কাটা নিয়ে ঝামেলা তৈরি হয়েছিল। লাইনম্যানকে মারধর কেউ করিনি।’ এ সময় বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।’ 

পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তেজিত পরিস্থিতি শান্ত করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন সবাই ছিল।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত