Ajker Patrika

বৃদ্ধ মাকে গলা টিপে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে আটক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৬: ৪৩
বৃদ্ধ মাকে গলা টিপে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে এক বৃদ্ধাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ছেলের বিরুদ্ধে। এ ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী বলছে, অভিযুক্ত ওই ব্যক্তি মাদকাসক্ত ও মাদক কারবারি। 

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতিনড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধার নাম কুলসুম বেগমকে (৭০)। তিনি ওই গ্রামের মৃত হানিফ উদ্দিন শেখের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত তাঁদের ছেলে আব্দুল কুদ্দুস (৪৫)। 

স্থানীয়রা বলছে, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন মাদক কারবার ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তিনি নেশা করে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রীসহ সন্তানেরা বাড়ি ছেড়ে দুই কিলোমিটার দূরে জানিপুর গ্রামে বসবাস করেন। 

নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিএর পর থেকে আব্দুল কুদ্দুস প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় আজ (সোমবার) সকাল ১০টার দিকে কুদ্দুস মাতাল অবস্থায় তাঁর মাকে মারধরের একপর্যায়ে গলা টিপে হত্যা করেন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে কুদ্দুসকে আটক করে পুলিশে খবর দেয়। 

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কুদ্দুসকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ওসি আরও বলেন, আব্দুল কুদ্দুস মাদক মামলায় সাজাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত