রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম শালু মিয়াকে (৩৫) অপহরণ করা হয়। এর ৩ মাস ২০ দিন পর মাটিতে পুঁতে রাখা হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বাঘেরহাট টেকানি গ্রামের জিঞ্জিরাম নদীর পাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে শহিদুল ইসলাম শালু মিয়াকে (৩৫) অপহরণ করে গুম করার অভিযোগ ওঠে। পরে ২৯ এপ্রিল রৌমারী থানায় একটি অপহরণ মামলা করেন শালুর স্ত্রী রেজেকা খাতুন। এতে আসামি করা হয় স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, খয়বর আলীসহ অজ্ঞাত আরও তিনজন।
এ ঘটনায় গত ৩০ মে রাতে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ইউপি সদস্য জাকির হোসেনকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রৌমারী থানায় এনে ৩১ মে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ইউনিয়নের চর কাউয়ারচর (বাঘের হাট) গ্রামের সোহরাব আলীর ছেলে। হত্যার শিকার শালু মিয়া (৩৫) একই ইউনিয়নের কাউয়ারচর গ্রামের মৃত চাঁন মন্ডলের ছেলে।
এরপর ঘটনার সূত্র ধরে গতকাল বুধবার ঢাকায় অভিযান চালিয়ে শালু মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খয়বর আলী ও জিয়াকে গ্রেপ্তার করে রৌমারীতে আনা হয়। পরে আজ বৃহস্পতিবার শালু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত খয়বর আলী (৩২) রৌমারী উপজেলার ঝগড়ার চরের ছলে হকের ছেলে এবং জিয়া (৫০) একই উপজেলার কাউয়ার চরের তালেবের ছেলে।
নিহত যুবকের স্ত্রী রেজেকা খাতুন বলেন, ‘আমার স্বামী শালু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে ইউপি সদস্য জাকির হোসেনের ব্যবসায়িক বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি মীমাংসার জন্য জাকির হোসেন আমার স্বামীকে ফোনে দাঁতভাঙ্গা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় আসতে বলে। আমার স্বামী তাঁর ফোন পেয়ে দ্রুত ওই জায়গায় চলে যান। আমিও তাঁর পিছু পিছু সেখানে যাই। গিয়ে দেখি জাকির হোসেন, খয়বর আলীসহ অজ্ঞাত আরও দুই তিনজন সেখানে আগে থেকেই অবস্থান করছিল। তাঁদের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে আমার স্বামীকে জোরপূর্বক তাঁরা তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায় না। পরে তাঁরা নানা ধরনের টালবাহানা করতে থাকেন। তাঁরা তাঁকে অপহরণের পর গুম করেছে।’
রৌমারী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, গত ৩০ মে মামলার প্রধান আসামি ইউপি সদস্য জাকির হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর হয়। পরে গতকাল বুধবার ঢাকায় অভিযান চালিয়ে খয়বর আলী ও জিয়াকে গ্রেপ্তার করে রৌমারীতে এনে তাদের দেওয়া তথ্যমতে শালু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কুড়িগ্রামের রৌমারীতে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম শালু মিয়াকে (৩৫) অপহরণ করা হয়। এর ৩ মাস ২০ দিন পর মাটিতে পুঁতে রাখা হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বাঘেরহাট টেকানি গ্রামের জিঞ্জিরাম নদীর পাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে শহিদুল ইসলাম শালু মিয়াকে (৩৫) অপহরণ করে গুম করার অভিযোগ ওঠে। পরে ২৯ এপ্রিল রৌমারী থানায় একটি অপহরণ মামলা করেন শালুর স্ত্রী রেজেকা খাতুন। এতে আসামি করা হয় স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, খয়বর আলীসহ অজ্ঞাত আরও তিনজন।
এ ঘটনায় গত ৩০ মে রাতে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ইউপি সদস্য জাকির হোসেনকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রৌমারী থানায় এনে ৩১ মে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ইউনিয়নের চর কাউয়ারচর (বাঘের হাট) গ্রামের সোহরাব আলীর ছেলে। হত্যার শিকার শালু মিয়া (৩৫) একই ইউনিয়নের কাউয়ারচর গ্রামের মৃত চাঁন মন্ডলের ছেলে।
এরপর ঘটনার সূত্র ধরে গতকাল বুধবার ঢাকায় অভিযান চালিয়ে শালু মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খয়বর আলী ও জিয়াকে গ্রেপ্তার করে রৌমারীতে আনা হয়। পরে আজ বৃহস্পতিবার শালু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত খয়বর আলী (৩২) রৌমারী উপজেলার ঝগড়ার চরের ছলে হকের ছেলে এবং জিয়া (৫০) একই উপজেলার কাউয়ার চরের তালেবের ছেলে।
নিহত যুবকের স্ত্রী রেজেকা খাতুন বলেন, ‘আমার স্বামী শালু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে ইউপি সদস্য জাকির হোসেনের ব্যবসায়িক বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি মীমাংসার জন্য জাকির হোসেন আমার স্বামীকে ফোনে দাঁতভাঙ্গা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় আসতে বলে। আমার স্বামী তাঁর ফোন পেয়ে দ্রুত ওই জায়গায় চলে যান। আমিও তাঁর পিছু পিছু সেখানে যাই। গিয়ে দেখি জাকির হোসেন, খয়বর আলীসহ অজ্ঞাত আরও দুই তিনজন সেখানে আগে থেকেই অবস্থান করছিল। তাঁদের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে আমার স্বামীকে জোরপূর্বক তাঁরা তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায় না। পরে তাঁরা নানা ধরনের টালবাহানা করতে থাকেন। তাঁরা তাঁকে অপহরণের পর গুম করেছে।’
রৌমারী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, গত ৩০ মে মামলার প্রধান আসামি ইউপি সদস্য জাকির হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর হয়। পরে গতকাল বুধবার ঢাকায় অভিযান চালিয়ে খয়বর আলী ও জিয়াকে গ্রেপ্তার করে রৌমারীতে এনে তাদের দেওয়া তথ্যমতে শালু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫