Ajker Patrika

কালীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৭: ২১
Thumbnail image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত জেরে তাইজুদ্দিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাইজুদ্দিনের মৃত্যু হয়।

নিহত তাইজুদ্দিন উপজেলার চলবলা ইউনিয়নের পূর্ব দুহুলী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব দুহুলী এলাকার মৃত নজর আলীর ছেলে আব্দুল করিমের সঙ্গে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় রিয়াজুদ্দিনের ছোট ভাই তাইজুদ্দিন দুহুলী বাজারে টিসিবির পণ্য তুলতে গেলে করিম মিয়া ও তাঁর ছেলে জুয়েল এবারের আলামিন তাইজুদ্দিনের ওপর হামলা চালায়। গাছের ডাল দিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলে তাইজুদ্দিন জ্ঞান হারায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির হত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত