Ajker Patrika

 ৪০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
 ৪০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

গাইবান্ধার পলাশবাড়িতে বাস থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ মঞ্জুয়ারা বেগম (৪৪) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুরে শহরের রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আটক মঞ্জুয়ারা বেগম বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ইসলামপুর তরফদার পাড়ার রইছুল আজম খাঁর স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুপুরে পৌর শহরের ব্র্যাক মোড় এলাকায় বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ঢাকামুখী একটি বাস থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ মঞ্জুয়ারা বেগম নামে ওই নারীকে আটক করা হয়। 

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত