খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
সারা দেশে ঢাকঢোল আর বর্ণিল আলোকসজ্জায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদ্যাপন চলছে। কিন্তু দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া কুমারপাড়া মণ্ডপের ভক্তবৃন্দের মধ্যে নেই উৎসবের আমেজ।
আজ রোববার সকালে ওই মণ্ডপে গিয়ে দেখা যায়, মন্দিরে টাঙানো আছে কালো পতাকা আর চারদিকে সুনসান নীরবতা। এলাকাবাসীর মধ্যে নেই পূজার আনন্দ। সবাই গত ২৯ জুলাই ধর্ষণের পর হত্যা হওয়া ইপিজেড কর্মীর মৃত্যুর শোকে শোকাহত। অন্যদিনের মতোই সবাই স্বাভাবিক কাজ করছে। তবে মণ্ডপে শুধু কলাগাছ দিয়ে থানপূজা পালন করছেন ওই মণ্ডপের ভক্তবৃন্দ।
জানা যায়, ৩৫-৪০ বছর থেকে এই মণ্ডপে পূজা উদ্যাপন করে প্রায় ১৩০টি পরিবার। এর মধ্যে এবারই এ ঘটনার কারণে দুর্গাপূজা পালন করছে না তারা।
নৃপেন্দ্রনাথ রায় নামে ওই মণ্ডপ কমিটির এক সদস্য বলেন, ‘এই ধর্ষণ ও হত্যার রহস্য উন্মোচিত না হওয়ার প্রতিবাদেই ষষ্ঠী থেকে কালো পতাকা উত্তোলন করে পূজা বর্জন করা হয়েছে। আমরা দ্রুত এর সুষ্ঠু বিচার চাই। অন্যথায় এই মণ্ডপে ধর্মীয় উৎসব পালন করব না আমরা।’
নিহতের বাবা বলেন, ‘দুই মাসেও আমার মেয়েকে ধর্ষণ ও হত্যার কোনো বিচার পাইনি। এতে আমরা হতাশ। দ্রুত এই হত্যার সঠিক বিচার কামনা করে প্রধানমন্ত্রীসহ সবার সুদৃষ্টি প্রয়োজন।’
উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বলরাম রায় বলেন, ‘অপ্রত্যাশিত এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে আমরাও মর্মাহত। দ্রুত সময়ে এই হত্যার রহস্য উন্মোচন করতে সবার দৃষ্টি আকর্ষণ করছি।’
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিবস্ত্র অবস্থায় এক ইপিজেড কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। এখন মামলাটি পিবিআই তদন্ত করছে।
সারা দেশে ঢাকঢোল আর বর্ণিল আলোকসজ্জায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদ্যাপন চলছে। কিন্তু দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া কুমারপাড়া মণ্ডপের ভক্তবৃন্দের মধ্যে নেই উৎসবের আমেজ।
আজ রোববার সকালে ওই মণ্ডপে গিয়ে দেখা যায়, মন্দিরে টাঙানো আছে কালো পতাকা আর চারদিকে সুনসান নীরবতা। এলাকাবাসীর মধ্যে নেই পূজার আনন্দ। সবাই গত ২৯ জুলাই ধর্ষণের পর হত্যা হওয়া ইপিজেড কর্মীর মৃত্যুর শোকে শোকাহত। অন্যদিনের মতোই সবাই স্বাভাবিক কাজ করছে। তবে মণ্ডপে শুধু কলাগাছ দিয়ে থানপূজা পালন করছেন ওই মণ্ডপের ভক্তবৃন্দ।
জানা যায়, ৩৫-৪০ বছর থেকে এই মণ্ডপে পূজা উদ্যাপন করে প্রায় ১৩০টি পরিবার। এর মধ্যে এবারই এ ঘটনার কারণে দুর্গাপূজা পালন করছে না তারা।
নৃপেন্দ্রনাথ রায় নামে ওই মণ্ডপ কমিটির এক সদস্য বলেন, ‘এই ধর্ষণ ও হত্যার রহস্য উন্মোচিত না হওয়ার প্রতিবাদেই ষষ্ঠী থেকে কালো পতাকা উত্তোলন করে পূজা বর্জন করা হয়েছে। আমরা দ্রুত এর সুষ্ঠু বিচার চাই। অন্যথায় এই মণ্ডপে ধর্মীয় উৎসব পালন করব না আমরা।’
নিহতের বাবা বলেন, ‘দুই মাসেও আমার মেয়েকে ধর্ষণ ও হত্যার কোনো বিচার পাইনি। এতে আমরা হতাশ। দ্রুত এই হত্যার সঠিক বিচার কামনা করে প্রধানমন্ত্রীসহ সবার সুদৃষ্টি প্রয়োজন।’
উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বলরাম রায় বলেন, ‘অপ্রত্যাশিত এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে আমরাও মর্মাহত। দ্রুত সময়ে এই হত্যার রহস্য উন্মোচন করতে সবার দৃষ্টি আকর্ষণ করছি।’
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিবস্ত্র অবস্থায় এক ইপিজেড কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। এখন মামলাটি পিবিআই তদন্ত করছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৭ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫