Ajker Patrika

পার্বতীপুরে রেলওয়ের যন্ত্রাংশ চুরির সময় যুবক গ্রেপ্তার 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ২৪
পার্বতীপুরে রেলওয়ের যন্ত্রাংশ চুরির সময় যুবক গ্রেপ্তার 

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের যন্ত্রাংশ চুরির সময় আশাদুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন ইয়ার্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আশাদুল ইসলাম পৌর শহরের বাবুপাড়া মহল্লার আবু সুফিয়ানের ছেলে। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর সার্কেলের পরিদর্শক (ইনচার্জ) আহসান হাবীব জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার পলাশ কুমার সরকারের নেতৃত্বে আনসার কাজুলুদ্দিন, হারুনুর রশিদসহ কয়েকজন সদস্য ইয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রেলওয়ের যন্ত্রাংশ চুরি করছিলেন আশাদুল নামে ওই যুবক। ঘটনার সময় সাত ফিট লম্বা একটি রেললাইন, একটি চেয়ার প্লেট, দুটি ব্রেক ব্লক ও দুটি ডক পিনসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।

 
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ওই যুবকের বিরুদ্ধে আগেও চুরির মামলা রয়েছে। আজ সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত