ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মো. সাগর (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর মোবাইল ফোন থেকে ধর্ষণের ভিডিও জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে ওই তরুণকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ জানায়, গতকাল সাগর ওই ছাত্রীকে কৌশলে তাঁর ফুপির বাড়িতে নিয়ে একটি কক্ষে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন সাগর। এ ঘটনা কাউকে জানালে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ছাত্রীকে। পরে ওই ছাত্রী বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনা বলে। এদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর বাবা। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সাগরকে আটক করে। পরে তাঁর মোবাইল ফোনে ছাত্রীকে ধর্ষণের ভিডিও পায় পুলিশ। পরে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে সাগরকে গ্রেপ্তার দেখানো হয়।
বাদী বলেন, ‘আমার মেয়েকে জোর করে ধর্ষণ করেছে সাগর। থানায় মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই।’
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ বলেন, আসামিকে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মো. সাগর (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর মোবাইল ফোন থেকে ধর্ষণের ভিডিও জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে ওই তরুণকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ জানায়, গতকাল সাগর ওই ছাত্রীকে কৌশলে তাঁর ফুপির বাড়িতে নিয়ে একটি কক্ষে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন সাগর। এ ঘটনা কাউকে জানালে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ছাত্রীকে। পরে ওই ছাত্রী বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনা বলে। এদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর বাবা। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সাগরকে আটক করে। পরে তাঁর মোবাইল ফোনে ছাত্রীকে ধর্ষণের ভিডিও পায় পুলিশ। পরে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে সাগরকে গ্রেপ্তার দেখানো হয়।
বাদী বলেন, ‘আমার মেয়েকে জোর করে ধর্ষণ করেছে সাগর। থানায় মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই।’
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ বলেন, আসামিকে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে