ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মো. সাগর (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর মোবাইল ফোন থেকে ধর্ষণের ভিডিও জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে ওই তরুণকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ জানায়, গতকাল সাগর ওই ছাত্রীকে কৌশলে তাঁর ফুপির বাড়িতে নিয়ে একটি কক্ষে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন সাগর। এ ঘটনা কাউকে জানালে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ছাত্রীকে। পরে ওই ছাত্রী বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনা বলে। এদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর বাবা। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সাগরকে আটক করে। পরে তাঁর মোবাইল ফোনে ছাত্রীকে ধর্ষণের ভিডিও পায় পুলিশ। পরে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে সাগরকে গ্রেপ্তার দেখানো হয়।
বাদী বলেন, ‘আমার মেয়েকে জোর করে ধর্ষণ করেছে সাগর। থানায় মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই।’
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ বলেন, আসামিকে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মো. সাগর (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর মোবাইল ফোন থেকে ধর্ষণের ভিডিও জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে ওই তরুণকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ জানায়, গতকাল সাগর ওই ছাত্রীকে কৌশলে তাঁর ফুপির বাড়িতে নিয়ে একটি কক্ষে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন সাগর। এ ঘটনা কাউকে জানালে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ছাত্রীকে। পরে ওই ছাত্রী বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনা বলে। এদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর বাবা। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সাগরকে আটক করে। পরে তাঁর মোবাইল ফোনে ছাত্রীকে ধর্ষণের ভিডিও পায় পুলিশ। পরে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে সাগরকে গ্রেপ্তার দেখানো হয়।
বাদী বলেন, ‘আমার মেয়েকে জোর করে ধর্ষণ করেছে সাগর। থানায় মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই।’
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ বলেন, আসামিকে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৪ ঘণ্টা আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫