Ajker Patrika

অটোরিকশা চুরির অভিযোগে মাদক ব্যবসায়ীকে গণপিটুনি

কুড়িগ্রাম প্রতিনিধি
অটোরিকশা চুরির অভিযোগে মাদক ব্যবসায়ীকে গণপিটুনি

কুড়িগ্রাম সদর উপজেলার ব্যাটারিচালিত অটোরিকশা চুরির করে স্থানীয়দের হাতে ধরা পড়ে আসিফ ইকবাল শামীম নামে এক মাদক ব্যবসায়ী গণপিটুনির শিকার হয়েছেন। পরে খবর পেয়ে সদর থানা-পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সদরের যতিনেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

শামীমের কাছ থেকে চুরি করা অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সদর হাসপাতাল পাড়ার সাইফুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে ১৬টি মামলা রয়েছে। 

স্থানীয়রা বলছে, শুক্রবার রাত এগারোটার দিকে যতিনের হাট আদর্শ স্কুল মাঠের পাশে সুভাষ চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করেন শামীম। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা যতিনেরহাট এলাকায় শামীমকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ রাতেই শামীমকে গ্রেপ্তার করে। এ সময় চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, গ্রেপ্তার শামীম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সদর থানায় ১৬টি মামলা রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় তাঁর বিরুদ্ধে চুরির মামলা দিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত