Ajker Patrika

রংপুরে আনসার আল ইসলামের ১ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৮: ৩৬
রংপুরে আনসার আল ইসলামের ১ সদস্য গ্রেপ্তার

রংপুর সদর (রংপুর): রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার র‍্যাব–১৩ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবু বক্কর সাকিব (১৯)। আজ বিকেল ৩টায় র‍্যাব-১৩–এর মিডিয়া কর্মকর্তা স্যামুয়েল সাংমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার দুপুরে ঢাকার বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেপ্তার করে রংপুরে নিয়ে আসা হয়। গ্রেপ্তার হওয়া আবু বক্করের বাড়ি চাঁদপুর জেলায়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, আবু বক্কর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে ‘নাশকতামূলক জঙ্গি কার্যক্রম’ পরিচালনা করে আসছিল। ফেসবুক, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তরুণ ও যুবকদের লক্ষ্য করে জঙ্গি ভাবধারার প্রচার করতেন তিনি। তিনি আনসার আল ইসলামের সক্রিয় সদস্য এবং ঈদ সামনে রেখে সরকারের ভাবমূর্তি বিনষ্টে নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনায় লিপ্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তারের সময় আবু বক্করের কাছ থেকে জঙ্গি প্রচারের কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম, বিভিন্ন উগ্রবাদী বই, সশস্ত্র প্রশিক্ষণের ম্যানুয়াল, জঙ্গি কার্যক্রমে জড়িত অন্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের স্ক্রিনশট ও চ্যানেলের লিংক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত