Ajker Patrika

চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ৩ 

লালমনিরহাট, প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ১০: ৪৫
Thumbnail image

লালমনিরহাটের আদিতমারীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে কামরুজ্জামান ওরফে আলি (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাইয়ের দায়েরকৃত মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, নিহত কামরুজ্জামান ওই এলাকার মৃত খাদেমুল্লাহর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাঠ এলাকার কামরুজ্জামানের সঙ্গে তারই চাচাতো ভাই নুর ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে দফায় দফায় এ নিয়ে স্থানীয় সালিশি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এ বিষয়ে উচ্চ আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধের জেরে গতকাল মঙ্গলবার বিকেলে দিকে কামরুজ্জামান নিজ ভুট্টাখেত থেকে ভুট্টা নিয়ে যাওয়ার সময় নুরুল ইসলাম, ফজলুল হকসহ ১০-১২ জন পথ রোধ করেন। তর্কাতর্কির একপর্যায়ে মারামারি শুরু হলে সেখানেই লুটিয়ে পড়েন কামরুজ্জামান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিহতের ছোট ভাই সামসুজ্জামান ওরফে সামছুল আদিতমারী থানায় বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামি করে ১২ জনের নামে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন এলাকার ফজলুল হকের স্ত্রী নাজমা বেগম (৩২), নুর ইসলামের স্ত্রী হামিদা বেগম (৪৫) ও নুর ইসলামের মেয়ে আকলিমা বেগম (২২)।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোজাম্মেল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত