Ajker Patrika

ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ: বেরোবিতে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৪ 

রংপুর ও বেরোবি প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯: ৫৪
Thumbnail image

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে  উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত একজনের নাম মারুফ। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী। অপর তিনজন হলেন ম্যানেজমেন্ট বিভাগের ১১ ব্যাচের ফারুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১২ ব্যাচের মাসুদ ও স্বপন।

পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে শুনে এসেছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। সংঘর্ষে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।’

শিক্ষার্থী এবং বহিরাগতদের সংঘর্ষের সময় হালিমা খাতুনের দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছেবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসবে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে এক বহিরাগত। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিরাগতরা আটক করে মারধরের হুমকি দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সহপাঠীকে ছাড়িয়ে আনতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া ও পালটা ধাওয়া হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে চলে কয়েক দফা ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। 

রংপুরের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর পরেও আমরা কঠোর নজর রাখছি। এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত