Ajker Patrika

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২০: ৪৮
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার বিকেলে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী দম্পতির সন্তান বেলায়েত হোসেন সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, তাঁর মা-বাবার সঙ্গে জমি নিয়ে ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ আকন্দের বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে গাছ লাগাতে গেলে রাশেদ আকন্দকে তাঁর বাবা নুরুল ইসলাম বাধা দেন।

বেলায়েত হোসেন আরও বলেন, তাতে ক্ষুব্ধ হয়ে গতকাল মঙ্গলবার রাতে তাঁর বাবা নুরুল ইসলাম ও মা বিলকিস বেগমকে মারধর করেন রাশেদ আকন্দ। বর্তমানে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিকার চেয়ে আজ বুধবার বিকেলে তিনি স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া বলেন, ‘সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি শুনেছি। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত