ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে এক কিশোরীকে (১৭) ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আসামিদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
এর আগে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় গতকাল শনিবার মধ্যরাতে অভিযুক্ত ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড় গ্রামের মো. বেনজু মিয়ার ছেলে মো. আসিফ (১৯)। একই গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মো. সাগর ইসলাম (২২) ও চকচকা (তেলিপাড়া) গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. সোহাগ (২১)।
থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টায় ওই কিশোরীকে (১৭) তার বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে নির্জন স্থানে ধর্ষণ করেন মো. আসিফ (১৯)। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করেন তারই সহপাঠী একই গ্রামের মো. সাগর ইসলাম (২২) এবং তাকে সহযোগিতা করেন চকচকা (তেলিপাড়া) গ্রামের মো. সোহাগ (২১)।
পরে ভিডিও ধারণকারী সাগর ও সোহাগ ধর্ষণের ব্যাপারে কাউকে বললে ওই কিশোরীকে হত্যার হুমকিসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করারও হুমকি দেন। এদিকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী আমির হোসেনের বাসা থেকে মেয়েকে উদ্ধার করেন তার বাবা।
মেয়ের মুখে বিস্তারিত শুনে মধ্যরাতে পরিবারের সদস্যরা ইউপি সদস্য নুরু ইসলামকে বিষয়টি জানালে, ইউপি সদস্য গ্রামের লোকজন নিয়ে কৌশলে ওই যুবকদের আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে রাত সাড়ে ১২টায় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ছাড়া ভুক্তভোগী ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ওই এলাকার ইউপি সদস্য বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে ধর্ষিতার বাড়িতে গিয়ে তার মুখে ঘটনার বর্ণনা শুনে, কৌশলে গ্রামের লোকজন কে সঙ্গে নিয়ে ধর্ষকদের আটক করে পুলিশে সোপর্দ করি। আটক ব্যক্তিরা মোবাইলে ভিডিও ধারণ ও ধর্ষণের কথা স্বীকার করলে ঘটনার সত্যতা পেয়ে পুলিশে খবর দিই।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীর চিকিৎসার ব্যবস্থা করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভিডিও চিত্র উদ্ধার করা হয়েছে এবং সেই সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে এক কিশোরীকে (১৭) ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আসামিদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
এর আগে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় গতকাল শনিবার মধ্যরাতে অভিযুক্ত ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড় গ্রামের মো. বেনজু মিয়ার ছেলে মো. আসিফ (১৯)। একই গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মো. সাগর ইসলাম (২২) ও চকচকা (তেলিপাড়া) গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. সোহাগ (২১)।
থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টায় ওই কিশোরীকে (১৭) তার বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে নির্জন স্থানে ধর্ষণ করেন মো. আসিফ (১৯)। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করেন তারই সহপাঠী একই গ্রামের মো. সাগর ইসলাম (২২) এবং তাকে সহযোগিতা করেন চকচকা (তেলিপাড়া) গ্রামের মো. সোহাগ (২১)।
পরে ভিডিও ধারণকারী সাগর ও সোহাগ ধর্ষণের ব্যাপারে কাউকে বললে ওই কিশোরীকে হত্যার হুমকিসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করারও হুমকি দেন। এদিকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী আমির হোসেনের বাসা থেকে মেয়েকে উদ্ধার করেন তার বাবা।
মেয়ের মুখে বিস্তারিত শুনে মধ্যরাতে পরিবারের সদস্যরা ইউপি সদস্য নুরু ইসলামকে বিষয়টি জানালে, ইউপি সদস্য গ্রামের লোকজন নিয়ে কৌশলে ওই যুবকদের আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে রাত সাড়ে ১২টায় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ছাড়া ভুক্তভোগী ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ওই এলাকার ইউপি সদস্য বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে ধর্ষিতার বাড়িতে গিয়ে তার মুখে ঘটনার বর্ণনা শুনে, কৌশলে গ্রামের লোকজন কে সঙ্গে নিয়ে ধর্ষকদের আটক করে পুলিশে সোপর্দ করি। আটক ব্যক্তিরা মোবাইলে ভিডিও ধারণ ও ধর্ষণের কথা স্বীকার করলে ঘটনার সত্যতা পেয়ে পুলিশে খবর দিই।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীর চিকিৎসার ব্যবস্থা করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভিডিও চিত্র উদ্ধার করা হয়েছে এবং সেই সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫