Ajker Patrika

তিস্তা থেকে দুই সহোদর বোনের মরদেহ উদ্ধার, বাবা পলাতক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
তিস্তা থেকে দুই সহোদর বোনের মরদেহ উদ্ধার, বাবা পলাতক

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ধার থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের পাড়া সাদুয়ার চর এলাকায় তিস্তা নদীর কোল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

দুই বোন হাসি খাতুন (১২) ও খুশি খাতুন (১৪) ওই ইউনিয়নের কানি চরিতাবাড়ি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। 

স্থানীয়রা জানায়, দুপুরে তিস্তা নদীর ধারে দুটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। 

এ নিয়ে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি জানান, হামিদুল প্রায় ১৫ বছর আগে কুড়িগ্রাম জেলার বজরা গ্রামে বিয়ে করেন। তাঁর দুই সন্তান হাসি ও খুশি। তিন বছর আগে হামিদুল স্ত্রীকে তালাক দেন। এরপর থেকে হাসি ও খুশি মায়ের সঙ্গে কুড়িগ্রামে নানার বাড়িতে থাকে। পাঁচ দিন আগে হাসি ও খুশিকে ঈদের জামা কিনে দেওয়ার কথা বলে ডেকে আনেন হামিদুল। তিন দিন বাবার সঙ্গে থাকার পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

চেয়ারম্যান আরও বলেন, ‘তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে হামিদুল দুই মেয়েকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী ও এলাকাবাসীও এমন সন্দেহ করছে।’ 

সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘ধারণা করা হচ্ছে মরদেহ দুটি দুই-তিন দিন আগের। তবে তারা পানিতে ডুবে মরেছে নাকি হত্যার স্বীকার হয়েছে তা জানতে তদন্ত চলছে।’ 

প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হামিদুল পলাতক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত