Ajker Patrika

ঈশ্বরদীতে রিকশাচালককে গুলি করে হত্যা: যুবলীগনেতার ভাইসহ গ্রেপ্তার আরও ২

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৬: ১৮
ঈশ্বরদীতে রিকশাচালককে গুলি করে হত্যা: যুবলীগনেতার ভাইসহ গ্রেপ্তার আরও ২

পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা ঘটনার অন্যতম আসামি স্থানীয় যুবলীগ নেতার ভাই আনোয়ার উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ও আজ বৃহস্পতিবার ভোরে আলাদা অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ঈশ্বরদী পৌরসভার শৈলপাড়া বারো কোয়ার্টার মহল্লার মৃত নুর উদ্দিনের ছেলে ও মামলার প্রধান আসিম আনোয়ার উদ্দিন (৪২) এবং একই এলাকার ইব্রাহিম হোসেন (২৬)। আনোয়ার উদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের ছোট ভাই। এ ছাড়া মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি তিনি। আর ইব্রাহিম চার নম্বর আসামি। এ নিয়ে এই মামলার এজাহারনামীয় চার আসামিকেই গ্রেপ্তার করা হলো।

এর আগে গত শুক্রবার (৬ জানুয়ারি) পৌর শহরের শৈলপাড়া এলাকা থেকে মামলার এক নম্বর আসামি কাউন্সিলর ও যুবলীগের নেতা কামাল উদ্দিন এবং ভাতিজা হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর আরমবাড়িয়া এলাকা থেকে বুধবার দুপুরে প্রথমে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে আলাদা অভিযানে বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘গ্রেপ্তারের পর আনোয়ারকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে ঈশ্বরদী থানার পুলিশের হেফাজতে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাইবাছাই চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি (বুধবার) রাতে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির জেরে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় পিস্তল বের করে মামুনকে গুলি করেন আনোয়ার। এ ঘটনায় আহত রকি ও সুমন নামের আরও দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে গত ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) মধ্যরাতে চারজনের নাম উল্লেখ করে এবং আরও তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত