Ajker Patrika

ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১০: ৩০
ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই শিক্ষক উপজেলার ইসলামিক স্কুলের হেফজ বিভাগের প্রধান শিক্ষক এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খয়রাত উজ্জামানের ছেলে।

পুলিশ, স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি ইসলামিক স্কুলের ১৪ বছর বয়সী এক ছাত্রকে গত ১৮ রমজান (২০ এপ্রিল) গভীর রাতে মাদ্রাসার খাবারকক্ষে ডেকে যৌন নিপীড়ন করেন শিক্ষক বাবু। এৎ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয় দেখালে সেই ছাত্র ভয়ে কাউকে না বলে বিষয়টি গোপন রাখে। পরে ঈদুল ফিতরের ছুটি শেষে মাদ্রাসা খুললে ওই ছাত্র মাদ্রাসায় যেতে চায় না। পরিবারের লোকজন চাপ সৃষ্টি করলে ওই ছাত্র ঘটনাটি তার মাকে জানায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে গতকাল মঙ্গলবার রাত ৮টায় ওই ছাত্রের মা থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই রাতেই মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদ্রাসাছাত্রের মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরে ওই রাতেই অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত