Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতা জেম হত্যা: পৌর মেয়রসহ ৪৮ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৬: ০২
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতা জেম হত্যা: পৌর মেয়রসহ ৪৮ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা খাইরুল আলম ওরফে জেম হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর গতকাল শনিবার রাতে খাইরুল আলমের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। 

মামলায় পৌরসভার মেয়র মোখলেসুর রহমানসহ ৪৮ জনকে আসামি করা হয়েছে। এরপর গতকাল রাতেই অভিযান চালিয়ে মেরাজ ওরফে বোমা মিজান নামে মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।   

এ নিয়ে ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক ওরফে লিটন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল হক ওরফে টুটুলসহ মোট ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।   

এ ব্যাপারে জানতে চাইলে সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ‘অনেক  জল্পনা-কল্পনার পর গতকাল রাতে মামলা হয়েছে। এখন দাবি প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার। আসামি যদি গ্রেপ্তার না হয়, তাহলে আন্দোলন করে নায্য বিচার আদায় করা হবে।’  

গত বুধবার সন্ধ্যায় ইফতার নিয়ে বাসায় ফেরার পথে উপজেলার উদয়ন মোড়ে খাইরুল আলম জেমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত