বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
পূর্ব শত্রুতার জেরে নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে (৫২) লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার দিঘলকান্দি বাজারে এ ঘটে।
আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নজরুল ইসলামের ভাই আলতাব হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নজরুল ইসলাম উপজেলার জোনাইল বাজারের বাসিন্দা ও জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জোনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান তোমাম্মেল হক বলেন, ‘আমি, গোপালপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, চান্দাই ইউপির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, নগর ইউপির সাবেক চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু ও নজরুল ইসলাম প্রয়াত সংসদ সদস্য (নাটোর-৪) আব্দুল কুদ্দুসের দোয়ার অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। দিঘলকান্দি বাজারে আসার সঙ্গে সঙ্গে মোস্তফা হোসেন ও আহসান আলীসহ ১০-১২ জন নজরুল ইসলামকে মোটরসাইকেল থেকে নামিয়ে লাঠি ও হাতুড়ি মারপিট শুরু করে। আমরা বাধা দিতে গিয়ে আমাকেও মারপিট করা হয়।’
লিটন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রায় দুই বছর আগে জোনাইল বাজারে নজরুল ইসলামের অনুসারীদের সঙ্গে মোস্তফা হোসেনের ভাই আহসান আলীর দ্বন্দ্ব হয়। এ সময় মারামারিতে আহসান আলীর পা ভেঙে যায়। তারই শোধ নেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। নজরুল ইসলামকে মারপিট করার সময় আমি হাতুড়ি কেড়ে নিয়ে ফেলে দিই।
নগর ইউপির সাবেক চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু বলেন, মোটরসাইকেল থামিয়েই তারা বলে তোর মোরা বাপকে (প্রয়াত সংসদ সদস্য) কবর থেকে তুলে নিয়ে আয়। দেখি তোকে কে বাঁচায় বলেই মারপিট শুরু করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডলি রানী বলেন, নজরুল ইসলামের পা থেকে কোমর পর্যন্ত ক্ষত রয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘আমার অনুসারীদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল। তখন মীমাংসা করে দেওয়া হয়েছিল। তারপরও আমাকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটানো হয়েছে।
এদিকে মোস্তাফা হোসেন বলেন, ‘আমার ভাইকে তারা মেরে পা ভেঙে দিয়েছিল। আমরা তো সামান্য কয়েকটা চর থাপ্পড় দিয়েছি।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, নজরুল ইসলামের ভাই আলতাব হোসেন বাদী হয়ে মোস্তফা হোসেন (৩৫) ও আহসান আলীসহ (৪০) সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পূর্ব শত্রুতার জেরে নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে (৫২) লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার দিঘলকান্দি বাজারে এ ঘটে।
আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নজরুল ইসলামের ভাই আলতাব হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নজরুল ইসলাম উপজেলার জোনাইল বাজারের বাসিন্দা ও জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জোনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান তোমাম্মেল হক বলেন, ‘আমি, গোপালপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, চান্দাই ইউপির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, নগর ইউপির সাবেক চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু ও নজরুল ইসলাম প্রয়াত সংসদ সদস্য (নাটোর-৪) আব্দুল কুদ্দুসের দোয়ার অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। দিঘলকান্দি বাজারে আসার সঙ্গে সঙ্গে মোস্তফা হোসেন ও আহসান আলীসহ ১০-১২ জন নজরুল ইসলামকে মোটরসাইকেল থেকে নামিয়ে লাঠি ও হাতুড়ি মারপিট শুরু করে। আমরা বাধা দিতে গিয়ে আমাকেও মারপিট করা হয়।’
লিটন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রায় দুই বছর আগে জোনাইল বাজারে নজরুল ইসলামের অনুসারীদের সঙ্গে মোস্তফা হোসেনের ভাই আহসান আলীর দ্বন্দ্ব হয়। এ সময় মারামারিতে আহসান আলীর পা ভেঙে যায়। তারই শোধ নেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। নজরুল ইসলামকে মারপিট করার সময় আমি হাতুড়ি কেড়ে নিয়ে ফেলে দিই।
নগর ইউপির সাবেক চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু বলেন, মোটরসাইকেল থামিয়েই তারা বলে তোর মোরা বাপকে (প্রয়াত সংসদ সদস্য) কবর থেকে তুলে নিয়ে আয়। দেখি তোকে কে বাঁচায় বলেই মারপিট শুরু করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডলি রানী বলেন, নজরুল ইসলামের পা থেকে কোমর পর্যন্ত ক্ষত রয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘আমার অনুসারীদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল। তখন মীমাংসা করে দেওয়া হয়েছিল। তারপরও আমাকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটানো হয়েছে।
এদিকে মোস্তাফা হোসেন বলেন, ‘আমার ভাইকে তারা মেরে পা ভেঙে দিয়েছিল। আমরা তো সামান্য কয়েকটা চর থাপ্পড় দিয়েছি।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, নজরুল ইসলামের ভাই আলতাব হোসেন বাদী হয়ে মোস্তফা হোসেন (৩৫) ও আহসান আলীসহ (৪০) সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৮ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২২ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২৫ দিন আগে