নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ১৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়ে ফেঁসে গেলেন দুই বন্ধু। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও তদন্তের পর তাঁদের আটক করে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্য জানান। এর আগে পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার ভাটরা ইউনিয়নের বিলশা গ্রামের জিয়াউল হক জিয়া (৩৩) ও সোহেল রানা (৩০)। তাঁদের বিরুদ্ধে আজ থানায় মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ গ্রামের ধান ব্যবসায়ী মিনার আলী।
বিজ্ঞপ্তিতে ওসি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ধান ব্যবসায়ী মিনার আলীর সঙ্গে নন্দীগ্রামের জিয়াউল হক ও তাঁর বন্ধু সোহেল রানার দীর্ঘদিনের ধান ব্যবসা-সংক্রান্তে সম্পর্ক গড়ে ওঠে। এ উপজেলা থেকে ধান কিনে তাঁরা বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করতেন। ব্যবসার লেনদেনের টাকা সোহেল রানার ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখার অ্যাকাউন্টে পাঠানো হতো। এ নিয়ে দুই বন্ধু জিয়াউল হক ও সোহেল রানা মিনার আলীর টাকা আত্মসাৎ করার ফন্দি আঁটে। একপর্যায়ে গত বুধবার মিনার আলীর কথামতো এরোমেটিক অ্যাগ্রো অ্যান্ড ফুড লিমিটেডের মালিক ২১ লাখ টাকা পাঠিয়ে দেন সোহেলের অ্যাকাউন্টে।
এদিকে মিনারের কথামতো ৫ লাখ ২৫ হাজার টাকা দুটি অ্যাকাউন্টে পাঠায় সোহেল। ধান কেনার বাকি ১৫ লাখ ৭৫ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে যান তাঁরা। ওই দিন সন্ধ্যায় মিনারকে ফোন করে সোহেল জানান, ব্যাংক থেকে ফেরার পথে টাকা ছিনতাই হয়ে গেছে। সোহেলের বাবা ও ভাটরা ইউনিয়ন পরিষদের (ইউপি) মকবুল হোসেন থানায় কল করে জানান, উপজেলার সিমলা বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে ঢাকারগাড়ি ব্রিজ এলাকায় তাঁর ছেলের ব্যবসায়ী পার্টনার জিয়াউল হক ডাকাতির কবলে পড়েন। এ সময় সঙ্গে থাকা টাকাগুলো নিয়ে গেছে।
ওসি আরও বলেন, টাকা ছিনতাই অভিযোগ নিয়ে বুধবার রাতেই থানায় আসেন জিয়া ও সোহেল। অভিযোগে লিখেছিলেন ব্যাংক থেকে টাকা তুলে জিয়া মোটরসাইকেলে ফেরার পথে সন্ধ্যায় টাকার ব্যাগ ছিনতাই হয়। পৌরসভার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন হয়। অবশেষে নিজেদের সাজানো নাটকে ফেঁসে গেলেন দুই বন্ধু। তাঁদের দুজনের তথ্যের ভিত্তিতে ১৪ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
বগুড়ার নন্দীগ্রামে ১৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়ে ফেঁসে গেলেন দুই বন্ধু। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও তদন্তের পর তাঁদের আটক করে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্য জানান। এর আগে পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার ভাটরা ইউনিয়নের বিলশা গ্রামের জিয়াউল হক জিয়া (৩৩) ও সোহেল রানা (৩০)। তাঁদের বিরুদ্ধে আজ থানায় মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ গ্রামের ধান ব্যবসায়ী মিনার আলী।
বিজ্ঞপ্তিতে ওসি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ধান ব্যবসায়ী মিনার আলীর সঙ্গে নন্দীগ্রামের জিয়াউল হক ও তাঁর বন্ধু সোহেল রানার দীর্ঘদিনের ধান ব্যবসা-সংক্রান্তে সম্পর্ক গড়ে ওঠে। এ উপজেলা থেকে ধান কিনে তাঁরা বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করতেন। ব্যবসার লেনদেনের টাকা সোহেল রানার ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখার অ্যাকাউন্টে পাঠানো হতো। এ নিয়ে দুই বন্ধু জিয়াউল হক ও সোহেল রানা মিনার আলীর টাকা আত্মসাৎ করার ফন্দি আঁটে। একপর্যায়ে গত বুধবার মিনার আলীর কথামতো এরোমেটিক অ্যাগ্রো অ্যান্ড ফুড লিমিটেডের মালিক ২১ লাখ টাকা পাঠিয়ে দেন সোহেলের অ্যাকাউন্টে।
এদিকে মিনারের কথামতো ৫ লাখ ২৫ হাজার টাকা দুটি অ্যাকাউন্টে পাঠায় সোহেল। ধান কেনার বাকি ১৫ লাখ ৭৫ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে যান তাঁরা। ওই দিন সন্ধ্যায় মিনারকে ফোন করে সোহেল জানান, ব্যাংক থেকে ফেরার পথে টাকা ছিনতাই হয়ে গেছে। সোহেলের বাবা ও ভাটরা ইউনিয়ন পরিষদের (ইউপি) মকবুল হোসেন থানায় কল করে জানান, উপজেলার সিমলা বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে ঢাকারগাড়ি ব্রিজ এলাকায় তাঁর ছেলের ব্যবসায়ী পার্টনার জিয়াউল হক ডাকাতির কবলে পড়েন। এ সময় সঙ্গে থাকা টাকাগুলো নিয়ে গেছে।
ওসি আরও বলেন, টাকা ছিনতাই অভিযোগ নিয়ে বুধবার রাতেই থানায় আসেন জিয়া ও সোহেল। অভিযোগে লিখেছিলেন ব্যাংক থেকে টাকা তুলে জিয়া মোটরসাইকেলে ফেরার পথে সন্ধ্যায় টাকার ব্যাগ ছিনতাই হয়। পৌরসভার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন হয়। অবশেষে নিজেদের সাজানো নাটকে ফেঁসে গেলেন দুই বন্ধু। তাঁদের দুজনের তথ্যের ভিত্তিতে ১৪ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫