Ajker Patrika

বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
Thumbnail image

বগুড়ায় চোর সন্দেহে জয় (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে গ্রামের কয়েকজন লোক। রোববার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে এ ঘটনা ঘটে। 

জয় শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মন্টুর বাড়িতে প্রবেশ করে জয়। বাড়িতে চোর ঢুকেছে বলে মন্টু হই চই শুরু করলে তাঁর বড় ভাই আশরাফুল ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় ওই কিশোর বাড়ির একটি কাঁঠাল গাছে উঠে পড়ে। মন্টু ও আশরাফুল গাছে থেকে জয়কে নামিয়ে এনে মারধর শুরু করের। এরই মধ্যে চোর ধরা পড়েছে—এমন খবর গ্রামে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে কিশোরকে মারপিট শুরু করে। রাত ১০টার দিকে মন্টুর বাড়িতেই ওই কিশোর মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ নিয়ে যায়। এর আগেই পালিয়ে গেছেন মন্টু ও আশরাফুল। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘চোর সন্দেহে জয় নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত