Ajker Patrika

বগুড়ায় সাবেক যুবদল নেতাকে কুপিয়ে জখম

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১: ২৪
বগুড়ায় সাবেক যুবদল নেতাকে কুপিয়ে জখম

বগুড়ায় যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পীকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় যুবদলের আরও দুই কর্মী আহত হয়েছেন। 

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

বাপ্পী বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বগুড়া শহরের গন্ডগ্রাম এলাকার বুলু মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাপ্পী তাঁর কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে শহরে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। ঠনঠনিয়া বটতলা এলাকায় পেছন থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা বাপ্পীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় বাপ্পীর সঙ্গে থাকা মিঠু ও মোমিন নামের যুবদলের দুই কর্মী আহত হন। 

নাম প্রকাশ না করার শর্তে যুবদলের একাধিক নেতা জানান, গন্ডগ্রাম এলাকায় একটি টাইলস ফ্যাক্টরি থেকে তিন মাস পরপর পুরাতন বস্তা বিক্রি হয়। এত দিন পুরাতন বস্তা কেনাবেচা করতেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পুরাতন বস্তা কেনাবেচার নিয়ন্ত্রণ নিতে যায় যুবদলের নেতাকর্মীরা। সেখানে বাপ্পীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় যুবদলের আরেক গ্রুপের নেতাকর্মীদের। 

এ নিয়ে গত ২১ আগস্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ্জামান সুরুজকে দল থেকে বহিষ্কার এবং মেহেদী হাসান বাপ্পীকে কৈফিয়ত তলব করা হয়। ধারণা করা হচ্ছে সেই বিরোধ থেকেই বাপ্পীর ওপর হামলা করা হয়েছে। 

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহীম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

তিনি আরও বলেন, যুবদল নেতাসহ আহত বাকি দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত