Ajker Patrika

৯ মাসের মেয়েকে পায়ে পিষে হত্যা, বাবার ফাঁসি

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫: ৩৪
৯ মাসের মেয়েকে পায়ে পিষে হত্যা, বাবার ফাঁসি

সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়েকে হত্যার দায়ে বাবা বদিউজ্জামানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২০১ ধারায় ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম সালমা খাতুন আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এই কারাদণ্ড প্রদান করেন।

আদালতের স্টেনোগ্রাফার রবিউল ইসলাম সরকার ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত বদিউজ্জামান (২৮) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, একটি মেয়ে থাকার পরও আরেকটি মেয়েসন্তান জন্ম হওয়ায় বদিউজ্জামান অসন্তুষ্ট হন। এ বিষয় নিয়ে প্রায়ই তিনি তাঁর স্ত্রী ও সদ্যোজাত মেয়েকে মেরে ফেলার হুমকি দেন। এরই জেরে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর বদিউজামানের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। সে কারণে বদিউজ্জামান তাঁর ৯ মাসের মেয়েকে হত্যার পরিকল্পনা করেন। পরদিন ১৩ সেপ্টেম্বর রাতে বদিউজ্জামান স্ত্রীর অগোচরে ঘুমন্ত মেয়ে সুমাইয়াকে তুলে পায়ে পিষে হত্যা করে তার মরদেহ বাড়ির পাশে ডোবায় ফেলে দেয়। এ ঘটনার পর তাঁর স্ত্রী সুন্দরী খাতুন বাদী হয়ে বদিউজ্জামানকে আসামি করে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার আদালত এ রায় প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

সখীপুরে ইয়াবাসহ শ্রমিক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

এলাকার খবর
Loading...