Ajker Patrika

উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে এসএমএস পাঠাচ্ছে একটি চক্র

প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া) 
উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে এসএমএস পাঠাচ্ছে একটি চক্র

‘প্রিয় স্টুডেন্ট, তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে ৪২০০ টাকা। যোগাযোগ: ০১৮১৯১৩৭২৫২।’ বগুড়ার নন্দীগ্রামে এমন তথ্য দিয়ে অনেকের সেলফোনে এসএমএস পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর পৌর এলাকার জুথী রানীর মোবাইলে এসএমএস দেওয়া হয়। এরপর যেই নম্বর থেকে এসএমএসটি এসেছে সেই নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। 

একই রকম এসএমএস পেয়েছেন পৌর এলাকার কুবির চন্দ্র। তিনি বলেন, ‘এমন মেসেজ আমার মোবাইলেও এসেছিল। তবে নম্বর আলাদা ছিল। পরে আমি জেনেছি এমন এসএমএস অনেকের মোবাইলফোনে এসেছে।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের যাদের ব্যাংক হিসাব দেওয়া আছে তাদের উপবৃত্তি টাকা সরাসরি সেই হিসাবে জমা হয়। আর যাদের ব্যাংক হিসাব নেই তাদের টাকা মোবাইল ফিন্যান্সিয়াল সেবা (বিকাশ, নগদ, রকেট) ইত্যাদি নম্বরে পাঠানো হয়। সরাসরি কোনো মোবাইল নম্বর থেকে এভাবে কল বা এসএমএস পাঠানো হয় না। 
 
নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম জানান, এমন মেসেজের কথা শুনেছি। আমার মনে হয় প্রতারণার উদ্দেশ্যেই এমন মেসেজ পাঠানো হচ্ছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, এগুলো ভুয়া এসএমএস। যাদের টাকা আসবে এমনিতেই চলে আসবে। কোনো ধরনের মেসেজ পাঠানো হবে না। এ ধরনের এসএমএসের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত