Ajker Patrika

শিবগঞ্জে বিভিন্ন সরঞ্জামসহ ৬ পর্নোগ্রাফি ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ০১
শিবগঞ্জে বিভিন্ন সরঞ্জামসহ ৬ পর্নোগ্রাফি ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে সাতটি হার্ডডিস্ক, কম্পিউটার মনিটরসহ পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গতকাল শনিবার রাতে শিবগঞ্জের টিকরী বাজারে এ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের টিকরী গ্রামের মো. আরশাদ আলী ওরফে কালু মিস্ত্রির ছেলে মো. লিটন আলী (২৮), একই ইউনিয়নের কালীচক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. সারিকুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. আলম আলী (২৩), নামোটিকরী গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. বাইতুল ইসলাম (৩৯), লক্ষ্মীপুর গ্রামের মো. আল আমিনের ছেলে আহসান হাবিব (৪৪) ও মোবারকপুর গ্রামের মো. মাহিদুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৩০)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দকৃত সরঞ্জামাদিচাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে কম্পিউটারের দোকানে অভিযান চালায়। এ সময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি করার অভিযোগে কম্পিউটার, অন্যান্য সরঞ্জামসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ পর্নোগ্রাফি সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত