ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও মারধরের অভিযোগে উপজেলায় যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার গোঁসাইবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারনাটাবাড়ী গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা করেন।
ওই মামলায় বগুড়া জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জমশের আলীসহ (৩৫) ১৯ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই ধুনট উপজেলার গোঁসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ী গ্রামের বাসিন্দা।
আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান।
এসআই আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
মামলা সূত্রে জানা গেছে, যুব অধিকার পরিষদের নেতা জমসের আলীর নেতৃত্বে আসামিরা এলাকায় আওয়ামী লীগবিরোধী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আসামিরা রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পারনাটাবাড়ী গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দলীয় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধুর ছবিসহ আসবাবপত্র ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে হামলাকারীদের মারপিটে পারনাটাবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে ফজলে রাব্বি বিপুল (১৭), আব্দুল মজিদের ছেলে সাজেদুল করিম (৩৫), আব্দুল গণির ছেলে আব্দুল মোমিন (২৮), শাহ আলমের ছেলে সাগর মিয়া (২৫) এবং নুরুল ইসলামের ছেলে নাইম হাসান (১৮) আহত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মামলা তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও মারধরের অভিযোগে উপজেলায় যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার গোঁসাইবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারনাটাবাড়ী গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা করেন।
ওই মামলায় বগুড়া জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জমশের আলীসহ (৩৫) ১৯ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই ধুনট উপজেলার গোঁসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ী গ্রামের বাসিন্দা।
আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান।
এসআই আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
মামলা সূত্রে জানা গেছে, যুব অধিকার পরিষদের নেতা জমসের আলীর নেতৃত্বে আসামিরা এলাকায় আওয়ামী লীগবিরোধী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আসামিরা রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পারনাটাবাড়ী গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দলীয় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধুর ছবিসহ আসবাবপত্র ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে হামলাকারীদের মারপিটে পারনাটাবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে ফজলে রাব্বি বিপুল (১৭), আব্দুল মজিদের ছেলে সাজেদুল করিম (৩৫), আব্দুল গণির ছেলে আব্দুল মোমিন (২৮), শাহ আলমের ছেলে সাগর মিয়া (২৫) এবং নুরুল ইসলামের ছেলে নাইম হাসান (১৮) আহত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মামলা তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
২১ ঘণ্টা আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৫ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
১৭ দিন আগে