তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার কোহিত মহল্লায় ধর্ষণের ঘটনা ঘটে।
আটক মো. আজিজুল হক (২৭) কোহিত মহল্লার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম বাচ্চু জানান, দুই বছর আগে পারিবারিকভাবে কোহিত মহল্লার আজিজুল হক একই গ্রামের ওই তরুণীকে বিয়ে করেন। পরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। চার মাস আগে উভয়ের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ ঘটে। আর ওই বিচ্ছেদের সময় মহল্লার সালিসে যৌতুক ও খোরপোশ বাবদ আড়াই লাখ টাকা পরিশোধ করেন আজিজুল হক। এ নিয়েই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওই তরুণীর প্রতিবেশীর বাড়ি পানি আনতে যাওয়ার সময় একই গ্রামের আজিজুল হকসহ তিন জন তাঁকে তুলে নিয়ে যায়। এরপর গভীর রাতে মহল্লার পাশে ফাঁকা ফসলি জমিতে সেচ যন্ত্র পাহারা দেওয়ার একটি টং ঘরে আটকে রেখে সাবেক স্বামী তাঁকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ওসি আরও জানান, আজ শুক্রবার সকালে ওই তরুণীকে স্বজনেরা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুপুরে মৌখিক অভিযোগ পেয়ে তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁর সাবেক স্বামী মো. আজিজুল হককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
সিরাজগঞ্জের তাড়াশে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার কোহিত মহল্লায় ধর্ষণের ঘটনা ঘটে।
আটক মো. আজিজুল হক (২৭) কোহিত মহল্লার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম বাচ্চু জানান, দুই বছর আগে পারিবারিকভাবে কোহিত মহল্লার আজিজুল হক একই গ্রামের ওই তরুণীকে বিয়ে করেন। পরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। চার মাস আগে উভয়ের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ ঘটে। আর ওই বিচ্ছেদের সময় মহল্লার সালিসে যৌতুক ও খোরপোশ বাবদ আড়াই লাখ টাকা পরিশোধ করেন আজিজুল হক। এ নিয়েই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওই তরুণীর প্রতিবেশীর বাড়ি পানি আনতে যাওয়ার সময় একই গ্রামের আজিজুল হকসহ তিন জন তাঁকে তুলে নিয়ে যায়। এরপর গভীর রাতে মহল্লার পাশে ফাঁকা ফসলি জমিতে সেচ যন্ত্র পাহারা দেওয়ার একটি টং ঘরে আটকে রেখে সাবেক স্বামী তাঁকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ওসি আরও জানান, আজ শুক্রবার সকালে ওই তরুণীকে স্বজনেরা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুপুরে মৌখিক অভিযোগ পেয়ে তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁর সাবেক স্বামী মো. আজিজুল হককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫