Ajker Patrika

তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার কোহিত মহল্লায় ধর্ষণের ঘটনা ঘটে।

আটক মো. আজিজুল হক (২৭) কোহিত মহল্লার মৃত আব্দুস সাত্তারের ছেলে। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম বাচ্চু জানান, দুই বছর আগে পারিবারিকভাবে কোহিত মহল্লার আজিজুল হক একই গ্রামের ওই তরুণীকে বিয়ে করেন। পরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। চার মাস আগে উভয়ের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ ঘটে। আর ওই বিচ্ছেদের সময় মহল্লার সালিসে যৌতুক ও খোরপোশ বাবদ আড়াই লাখ টাকা পরিশোধ করেন আজিজুল হক। এ নিয়েই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। 

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওই তরুণীর প্রতিবেশীর বাড়ি পানি আনতে যাওয়ার সময় একই গ্রামের আজিজুল হকসহ তিন জন তাঁকে তুলে নিয়ে যায়। এরপর গভীর রাতে মহল্লার পাশে ফাঁকা ফসলি জমিতে সেচ যন্ত্র পাহারা দেওয়ার একটি টং ঘরে আটকে রেখে সাবেক স্বামী তাঁকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

ওসি আরও জানান, আজ শুক্রবার সকালে ওই তরুণীকে স্বজনেরা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুপুরে মৌখিক অভিযোগ পেয়ে তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁর সাবেক স্বামী মো. আজিজুল হককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত