Ajker Patrika

স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ, যুবকের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৫: ৩৩
স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ, যুবকের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২ আদালত) আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম জেলার বেলকুচি উপজেলার বানিয়াগাতী গ্রামের আবুল শেখের ছেলে। 

অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার সূত্রে জানা গেছে, ২০১৪ সালে বেলকুচি উপজেলার বানিয়াগাতী গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় পাশের শোলাকুড়া গ্রামের সালমা খাতুনের। বিয়ের পর পারিবারিক বিষয় নিয়ে তাঁদের কলহ চলছিল। সাইফুল সালমাকে গালি দিতেন। ২০১৬ সালের ১৬ নভেম্বর রাতে সালমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে সাইফুল সালমার মুখে অ্যাসিড ঢেলে মুখসহ বুকের অংশ ঝলসে দেন। পরে তাঁর চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সালমার বাবা ছলেমান ফকির বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত সাইফুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত