ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় এক শিক্ষার্থীকে ক্লাস থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল হক বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে থানা-পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করেন।
আজ বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘শিক্ষার্থীকে মারধর ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’ তবে গ্রেপ্তারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি ওসি।
এদিকে বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করায় আজ বৃহস্পতিবার ক্লাসে হাজির হয়নি কোনো শিক্ষার্থী। তবে অফিস খোলা থাকায় শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে দেখা যায়। বুধবারের উদ্ভূত পরিস্থিতির কারণে পাঠদান বন্ধ ঘোষণার পর আগামী রোববার বিদ্যালয় খুলবে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক হেদায়েতুল হকের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাব হোসেনের বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছিল। তবে সেদিনই শিক্ষার্থীদের আগামী রোববার ক্লাসে হাজির হতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার সাড়ে ১২টার দিকে ভেড়ামারা উদয়ন একাডেমিতে ক্লাস চলছিল। এ সময় পূর্ব বিরোধের জের ধরে ভেড়ামারা গ্রামের পারভেজ, গোলাম ফারুক, আকাশ, ও বাবুসহ ১৫ / ২০ জন ১৮-২০ বছরের যুবক দশম শ্রেণির ছাত্র সজিব হোসেনকে ক্লাস থেকে জোর করে তুলে নিয়ে যান। এরপর তাকে বিদ্যালয় গেটের সামনে নিয়ে গিয়ে মারপিট করতে থাকেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকেরা এগিয়ে গেলে তাঁদেরকে লাঞ্ছিত করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত যুবকদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনার ভাঙ্গুড়ায় এক শিক্ষার্থীকে ক্লাস থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল হক বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে থানা-পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করেন।
আজ বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘শিক্ষার্থীকে মারধর ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’ তবে গ্রেপ্তারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি ওসি।
এদিকে বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করায় আজ বৃহস্পতিবার ক্লাসে হাজির হয়নি কোনো শিক্ষার্থী। তবে অফিস খোলা থাকায় শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে দেখা যায়। বুধবারের উদ্ভূত পরিস্থিতির কারণে পাঠদান বন্ধ ঘোষণার পর আগামী রোববার বিদ্যালয় খুলবে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক হেদায়েতুল হকের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাব হোসেনের বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছিল। তবে সেদিনই শিক্ষার্থীদের আগামী রোববার ক্লাসে হাজির হতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার সাড়ে ১২টার দিকে ভেড়ামারা উদয়ন একাডেমিতে ক্লাস চলছিল। এ সময় পূর্ব বিরোধের জের ধরে ভেড়ামারা গ্রামের পারভেজ, গোলাম ফারুক, আকাশ, ও বাবুসহ ১৫ / ২০ জন ১৮-২০ বছরের যুবক দশম শ্রেণির ছাত্র সজিব হোসেনকে ক্লাস থেকে জোর করে তুলে নিয়ে যান। এরপর তাকে বিদ্যালয় গেটের সামনে নিয়ে গিয়ে মারপিট করতে থাকেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকেরা এগিয়ে গেলে তাঁদেরকে লাঞ্ছিত করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত যুবকদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৩ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৪ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২১ দিন আগে