Ajker Patrika

ভাঙ্গুড়ায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৯: ২১
ভাঙ্গুড়ায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা

পাবনার ভাঙ্গুড়ায় এক শিক্ষার্থীকে ক্লাস থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল হক বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে থানা-পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত  করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘শিক্ষার্থীকে মারধর ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’ তবে গ্রেপ্তারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি ওসি।

এদিকে বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করায় আজ বৃহস্পতিবার ক্লাসে হাজির হয়নি কোনো শিক্ষার্থী। তবে অফিস খোলা থাকায় শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে দেখা যায়। বুধবারের উদ্ভূত পরিস্থিতির কারণে পাঠদান বন্ধ ঘোষণার পর আগামী রোববার বিদ্যালয় খুলবে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক হেদায়েতুল হকের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাব হোসেনের বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছিল। তবে সেদিনই শিক্ষার্থীদের আগামী রোববার ক্লাসে হাজির হতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার সাড়ে ১২টার দিকে ভেড়ামারা উদয়ন একাডেমিতে ক্লাস চলছিল। এ সময় পূর্ব বিরোধের জের ধরে ভেড়ামারা গ্রামের পারভেজ, গোলাম ফারুক, আকাশ, ও বাবুসহ ১৫ / ২০ জন ১৮-২০ বছরের যুবক দশম শ্রেণির ছাত্র সজিব হোসেনকে ক্লাস থেকে জোর করে তুলে নিয়ে যান। এরপর তাকে বিদ্যালয় গেটের সামনে নিয়ে গিয়ে মারপিট করতে থাকেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকেরা এগিয়ে গেলে তাঁদেরকে লাঞ্ছিত করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত যুবকদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত