Ajker Patrika

নিয়ামতপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ, আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০০
নিয়ামতপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আমিন মুন্না (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানার পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

আমিন মুন্না শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঁজিরা গ্রামের মৃত মেহের মুন্নার ছেলে। 

ভুক্তভোগী বলেছে, `আমিন মোল্লা আমাদের আত্মীয়। আমাদের বাড়িতে বেড়াতে এসে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। চিল্লাচিল্লি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় আমাকে।' 
 
ভুক্তভোগীর মা প্রতিবেদককে বলেন, `আমি বড় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আসামি আমিন মুন্না আমার ছেলের ভায়রা ভাই। বাড়িতে এ ধরনের ঘটনা ঘটেছে আমাকে কেউ জানায়নি। বাড়ি ফিরে এসে মেয়ের কাছ থেকে সব শুনে হতভম্ব হয়ে গেছি। আমি এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।' 

অভিযুক্ত আমিন মুন্না বলেন, `আমি ধর্ষণ করিনি। মেয়েটির শরীরে স্পর্শ করেছি।' 

মামলা দায়ের হলে পুলিশের উপপরিদর্শক ইব্রাহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামি আমিন মুন্নাকে গ্রেপ্তার করে। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু আইনে মামলা হয়েছে। আসামিকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত