Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে ৭ কোটি টাকার হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ৭ কোটি টাকার হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে র‍্যাব ও বিজিবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৭ কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোদালকাটি গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

মাদক কারবারির নাম শফিকুল ইসলাম লাদেন (৪৫)। তিনি এলাকায় হেরোইন সম্রাট নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে আগেও হেরোইন পাচারের অভিযোগে তিনটি মামলা রয়েছে এবং এ ঘটনায় নতুন করে সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা রিয়াজ শাহরিয়ার জানান, গত কয়েক মাস ধরেই র‍্যাবের নজরদারিতে ছিলেন শীর্ষ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম। কয়েকবার অভিযান চালিয়ে তাঁকে ধরতে ব্যর্থ হয় র‍্যাব সদস্যরা। বুধবার রাতে আবারও গোপন সংবাদের ভিত্তিতে বিজিবিকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় কোদালকাটি গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির একটি সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক হেরোইনের মূল্য প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত