Ajker Patrika

স্কুল সভাপতির ঘুষিতে তিনটি দাঁত হারালেন প্রধান শিক্ষক

নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধি 
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ১৮
স্কুল সভাপতির ঘুষিতে তিনটি দাঁত হারালেন প্রধান শিক্ষক

বগুড়ার নন্দিগ্রামে কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির ঘুষিতে তিনটি দাঁত হারালেন ভর তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজ শুক্রবার আহত শিক্ষককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পণ্ডিত পুকুর বাজারে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটনের সঙ্গে ভর তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুর (৫৫) হাতাহাতি হয়। একপর্যায়ে সাজ্জাদুল ইসলামের মুখে ঘুষি দেন শামিম হোসেন। এতে ওই শিক্ষকের তিনটি দাঁত পড়ে যায়। আহত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা বেগম। তিনি কোশাস উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কোশাস উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে একটি সভার জের ধরেই গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

সাজ্জাদুল ইসলামের স্ত্রী কোশাস উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগম বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভা হয়। সভায় ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন চারজন জন শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন। রাগান্বিত হয়ে তিনি নোটিশ খাতা ছিঁড়ে ফেলেন। এরপর সভা থেকে ওঠে বেরিয়ে যান। 

মঞ্জুয়ারা বেগম আরও বলেন, ওই দিন সন্ধ্যায় আমার স্বামী পণ্ডিত পুকুর বাজারে শামিম হোসেন লিটনের কাপড়ের দোকানে যান। এ সময় আমার স্বামী তাঁর দোকানে গিয়ে নোটিশ খাতা ছিঁড়ে ফেলার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে শামিম হোসেন আমার স্বামীকে মারধর করেন। মুখে ঘুষি দিলে তাঁর সামনের তিনটি দাঁত পড়ে যায়। পরে তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আজ উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অভিযুক্ত শামিম হোসেন লিটন হাতাহাতির কথা স্বীকার করলেও ঘুষি মারার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সাজ্জাদুল ইসলামের সঙ্গে আমার হাতাহাতি হয়েছে ঠিক। তিনি দোকান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার সময় কলাপসিবল গেটে ধাক্কা লেগে দাঁত পড়ে যায়। 

সাজ্জাদুলের পক্ষ থেকে থানায় অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত