লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে হাতুড়ি ও রডের আঘাতে আতিকুর রহমান (৩১) নামের এক সাংবাদিক আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতার নাম উল্লেখসহ পাঁচ ও অজ্ঞাত আরও চারজনের নামে মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত আতিকুর রহমান উপজেলার বাহাদিপুর (লেবার লাইন) মহল্লার নেফাউর রহমানের ছেলে ও দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার লালপুর প্রতিনিধি।
মামলার এজাহারে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আতিকুর রহমান পেশাগত কাজে মোটরসাইকেলে লালপুর থেকে গোপালপুর রেলগেটের দিকে যাচ্ছিলেন। এ সময় নর্থ বেঙ্গর সুগার মিলস হাইস্কুলের কাছে পৌঁছালে মোটরসাইকেলে গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সেলিম ভুবন (৩৭) হঠাৎ বাঁক নেন। দুর্ঘটনার উপক্রম হলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার পর তা মীমাংসা হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় চায়ের দোকানে আতিকুর রহমান চা খাচ্ছিলেন। এ সময় ভুবনের নেতৃত্বে প্রায় নয়জন হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামিলা আক্তার বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় আতিকুর রহমানকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাতুড়ির আঘাতে আহত ব্যক্তির মাথার বাম দিকে ৩টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া দুই হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় রডের আঘাতের চিহ্ন রয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, গতকাল রাতে এ ঘটনায় আহত ব্যক্তি বাদী হয়ে যুবলীগ নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও চারজনের নামে মামলা করেছেন। দ্রুত তদন্তের পর ব্যবস্থা নেবে।
নাটোরের লালপুরে হাতুড়ি ও রডের আঘাতে আতিকুর রহমান (৩১) নামের এক সাংবাদিক আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতার নাম উল্লেখসহ পাঁচ ও অজ্ঞাত আরও চারজনের নামে মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত আতিকুর রহমান উপজেলার বাহাদিপুর (লেবার লাইন) মহল্লার নেফাউর রহমানের ছেলে ও দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার লালপুর প্রতিনিধি।
মামলার এজাহারে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আতিকুর রহমান পেশাগত কাজে মোটরসাইকেলে লালপুর থেকে গোপালপুর রেলগেটের দিকে যাচ্ছিলেন। এ সময় নর্থ বেঙ্গর সুগার মিলস হাইস্কুলের কাছে পৌঁছালে মোটরসাইকেলে গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সেলিম ভুবন (৩৭) হঠাৎ বাঁক নেন। দুর্ঘটনার উপক্রম হলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার পর তা মীমাংসা হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় চায়ের দোকানে আতিকুর রহমান চা খাচ্ছিলেন। এ সময় ভুবনের নেতৃত্বে প্রায় নয়জন হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামিলা আক্তার বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় আতিকুর রহমানকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাতুড়ির আঘাতে আহত ব্যক্তির মাথার বাম দিকে ৩টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া দুই হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় রডের আঘাতের চিহ্ন রয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, গতকাল রাতে এ ঘটনায় আহত ব্যক্তি বাদী হয়ে যুবলীগ নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও চারজনের নামে মামলা করেছেন। দ্রুত তদন্তের পর ব্যবস্থা নেবে।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৯ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯ দিন আগে