লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে হাতুড়ি ও রডের আঘাতে আতিকুর রহমান (৩১) নামের এক সাংবাদিক আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতার নাম উল্লেখসহ পাঁচ ও অজ্ঞাত আরও চারজনের নামে মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত আতিকুর রহমান উপজেলার বাহাদিপুর (লেবার লাইন) মহল্লার নেফাউর রহমানের ছেলে ও দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার লালপুর প্রতিনিধি।
মামলার এজাহারে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আতিকুর রহমান পেশাগত কাজে মোটরসাইকেলে লালপুর থেকে গোপালপুর রেলগেটের দিকে যাচ্ছিলেন। এ সময় নর্থ বেঙ্গর সুগার মিলস হাইস্কুলের কাছে পৌঁছালে মোটরসাইকেলে গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সেলিম ভুবন (৩৭) হঠাৎ বাঁক নেন। দুর্ঘটনার উপক্রম হলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার পর তা মীমাংসা হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় চায়ের দোকানে আতিকুর রহমান চা খাচ্ছিলেন। এ সময় ভুবনের নেতৃত্বে প্রায় নয়জন হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামিলা আক্তার বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় আতিকুর রহমানকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাতুড়ির আঘাতে আহত ব্যক্তির মাথার বাম দিকে ৩টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া দুই হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় রডের আঘাতের চিহ্ন রয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, গতকাল রাতে এ ঘটনায় আহত ব্যক্তি বাদী হয়ে যুবলীগ নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও চারজনের নামে মামলা করেছেন। দ্রুত তদন্তের পর ব্যবস্থা নেবে।
নাটোরের লালপুরে হাতুড়ি ও রডের আঘাতে আতিকুর রহমান (৩১) নামের এক সাংবাদিক আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতার নাম উল্লেখসহ পাঁচ ও অজ্ঞাত আরও চারজনের নামে মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত আতিকুর রহমান উপজেলার বাহাদিপুর (লেবার লাইন) মহল্লার নেফাউর রহমানের ছেলে ও দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার লালপুর প্রতিনিধি।
মামলার এজাহারে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আতিকুর রহমান পেশাগত কাজে মোটরসাইকেলে লালপুর থেকে গোপালপুর রেলগেটের দিকে যাচ্ছিলেন। এ সময় নর্থ বেঙ্গর সুগার মিলস হাইস্কুলের কাছে পৌঁছালে মোটরসাইকেলে গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সেলিম ভুবন (৩৭) হঠাৎ বাঁক নেন। দুর্ঘটনার উপক্রম হলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার পর তা মীমাংসা হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় চায়ের দোকানে আতিকুর রহমান চা খাচ্ছিলেন। এ সময় ভুবনের নেতৃত্বে প্রায় নয়জন হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামিলা আক্তার বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় আতিকুর রহমানকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাতুড়ির আঘাতে আহত ব্যক্তির মাথার বাম দিকে ৩টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া দুই হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় রডের আঘাতের চিহ্ন রয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, গতকাল রাতে এ ঘটনায় আহত ব্যক্তি বাদী হয়ে যুবলীগ নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও চারজনের নামে মামলা করেছেন। দ্রুত তদন্তের পর ব্যবস্থা নেবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫