Ajker Patrika

সিরাজগঞ্জে খেতে পড়ে ছিল অটোচালকের গলাকাটা লাশ 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৬: ১৮
সিরাজগঞ্জে খেতে পড়ে ছিল অটোচালকের গলাকাটা লাশ 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে মানিক হোসেন (২৪) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ঝাঐল বাজারের পাশের একটি বেতের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মানিক হোসেন সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়াকান্দা পাড়ার আশরাফ আলী ছেলে।

মানিকের ভাই আতিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরের দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর রাতে বাড়িতে না ফেরায় ও মোবাইল ফোনটি বন্ধ থাকায় আমরা দুশ্চিন্তায় ছিলাম। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ঝাঐল এলাকার একটি বেতের খেতে মানিকের মরদেহ পাওয়া গেছে। তবে তার সঙ্গে থাকা অটোরিকশা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মানিক ভাইয়ের সঙ্গে কারও সঙ্গে পূর্বের কোনো শত্রুতা ছিল না। ধারণা করছি যাত্রী সেজে গাড়িতে উঠে তাকে হত্যা করে এবং গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির জোড় দাবি করেছেন তিনি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় চালকের মা হাফিজা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত