Ajker Patrika

বগুড়ায় নৈশপ্রহরী মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় নৈশপ্রহরী মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন 

বগুড়া কাহালুতে আব্দুল বাছেদ (৬১) নামের এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। 

আজ সোমবার ভোরে বীরকেদার এলাকায় এবি গ্লাস ফ্যাক্টরি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আব্দুল বাছেদ ওই ফ্যাক্টরির নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। তিনি কাহালু থানার দামগাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, গতকাল রোববার দুপুর দুইটা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত আব্দুল বাছেদ ফ্যাক্টরিতে ডিউটিরত ছিলেন। ভোর রাত ৪টার দিকেও সহকর্মীরা তাকে ডিউটিতে দেখেছেন। তিনি ডিউটি শেষে যে ঘরে ঘুমাতেন সেখানে সকালে তাঁর লাশ দেখতে পেয়ে ফ্যাক্টরি থেকে পুলিশে খবর দেওয়া হয়। 

ওসি আরও জানান, রোববার আব্দুল বাছেদ বেতনের ৮ হাজার টাকা নিয়েছেন। সেই টাকা তাঁর কাছেই ছিল। মরদেহ উদ্ধারের পর টাকা ও তাঁর মোবাইল ফোন পাওয়া যায়নি। গ্লাস ফ্যাক্টরির কোনো মালামালও খোয়া যায়নি। প্রাথমিক অনুসন্ধানে হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল বাছেদের তিনজন সহকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত