বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
ঈগল এক্সপ্রেস পরিবহনের সেই বাসে ডাকাতেরা টাঙ্গাইল জেলার স্থানীয় ভাষায় কথা বলছিল। তারা যাত্রীদের হাত-পা বেঁধে দুই সারি সিটের মাঝে চলাচলের জায়গায় একজনের ওপর আরেকজনকে শুইয়ে রেখেছিল।
আজ রোববার সকালে ওই ডাকাতির ঘটনার বর্ণনা দেন ওই বাসের যাত্রী হাবিবুর রহমান (৪৭)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশি দুর্গাপুর গ্রামের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী।
হাবিবুর রহমান বলেন, ‘ঢাকায় যাওয়ার উদ্দেশে গত মঙ্গলবার রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ ফিলিং স্টেশন থেকে ঈগল পরিবহনের ওই বাসটিতে উঠি। আসন নম্বর ডি-১। ঈগল এক্সপ্রেস পরিবহনের প্রায় তিন বছর যাবত যাতায়াত করি। তাদের সঙ্গে একটা সখ্য গড়ে উঠেছে। যাওয়ার আগে ফোনে জানিয়ে দিতাম, আমাকে নিয়ে যেত। গুলশান নতুন বাজারে বাসা ভাড়া নেওয়া আছে। সপ্তাহে দুই থেকে তিনবার এলাকার বিভিন্ন মৌসুমি ফল নিয়ে বিক্রি করি। ঘটনার দিন ২৫টি পাকা কাঁঠাল, কয়েকটি মুরগি, পাঁচ মণ আমড়া নিয়ে ঢাকা নিয়ে যাচ্ছিলাম।’
‘সিরাজগঞ্জের খালখোলা এলাকায় বাসের চালক, সহকারী ও সুপার ভাইজারের সঙ্গে খাওয়া দাওয়া করি। রাত ১টার দিকে যমুনা সেতু সড়কে পরপর তিন দফায় বাস থামিয়ে ১০ থেকে ১২ জন তরুণ উঠে পেছনের আসনে বসে। এর পরপরই ঘুমিয়ে যাই। হঠাৎ করেই কয়েক জন নামার কথা বলে চালকের কাছে যায়। তারা অস্ত্রের মুখে চালককে সরিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডাকাতেরা চালক ও সুপারভাইজারকে বেঁধে ফেলে। সব যাত্রীর কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে বাসে থাকা লাগেজ চেক করতে থাকে।’
হাবিবুর আরও বলেন, ‘বাসটি তখন টাঙ্গাইলের সড়ক ধরে চলছিল। তারপরে কোথায় বাস নিয়ে গেছে কেউই জানি না। ডাকাতেরা সবারই বয়স ২৫ বছরের কম। মনে হলো তারা শিক্ষিত বেকার। সবাই টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা বলেছে। বাসে তিনজন নারী যাত্রী। তাদের দুইজন বয়স্ক। তাদের কিছু বলে নাই। কম বয়সী একজন পাশের সিটের যাত্রী। সেই সিটেই ওই নারীকে ধর্ষণ করা হয়। ওই নারী অনেক কান্নাকাটি করেছে। আমাদের কিছুই করার ছিল না। এমন ভাবে চলে যায় তিন ঘণ্টা। আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।’
‘যাত্রীদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার পর ডাকাতেরা সবাই পেছনের দিকে যায় এবং লুট করা টাকা ও মালামাল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এরপর বাসটিকে তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে নিয়ে যায়। রাত ৩টার দিকে একটি মসজিদের কাছে গতি কমিয়ে বাস থেকে নেমে যায় তারা। তখন বাসটি সড়কের পাশে কাত হয়ে দাঁড়িয়ে যায়।’ হাবিবুর রহমান পরে জেনেছেন, ওই জায়গাটা মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকা। বাসের চালক ৯৯৯ নম্বরে ফোন করলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আসেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল এক্সপ্রেস পরিবহনের একটি বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। বাসটিতে যাত্রী বেশে ওঠা ডাকাতদল যাত্রীদের জিনিসপত্র নেয় ও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ঈগল এক্সপ্রেস পরিবহনের সেই বাসে ডাকাতেরা টাঙ্গাইল জেলার স্থানীয় ভাষায় কথা বলছিল। তারা যাত্রীদের হাত-পা বেঁধে দুই সারি সিটের মাঝে চলাচলের জায়গায় একজনের ওপর আরেকজনকে শুইয়ে রেখেছিল।
আজ রোববার সকালে ওই ডাকাতির ঘটনার বর্ণনা দেন ওই বাসের যাত্রী হাবিবুর রহমান (৪৭)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশি দুর্গাপুর গ্রামের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী।
হাবিবুর রহমান বলেন, ‘ঢাকায় যাওয়ার উদ্দেশে গত মঙ্গলবার রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ ফিলিং স্টেশন থেকে ঈগল পরিবহনের ওই বাসটিতে উঠি। আসন নম্বর ডি-১। ঈগল এক্সপ্রেস পরিবহনের প্রায় তিন বছর যাবত যাতায়াত করি। তাদের সঙ্গে একটা সখ্য গড়ে উঠেছে। যাওয়ার আগে ফোনে জানিয়ে দিতাম, আমাকে নিয়ে যেত। গুলশান নতুন বাজারে বাসা ভাড়া নেওয়া আছে। সপ্তাহে দুই থেকে তিনবার এলাকার বিভিন্ন মৌসুমি ফল নিয়ে বিক্রি করি। ঘটনার দিন ২৫টি পাকা কাঁঠাল, কয়েকটি মুরগি, পাঁচ মণ আমড়া নিয়ে ঢাকা নিয়ে যাচ্ছিলাম।’
‘সিরাজগঞ্জের খালখোলা এলাকায় বাসের চালক, সহকারী ও সুপার ভাইজারের সঙ্গে খাওয়া দাওয়া করি। রাত ১টার দিকে যমুনা সেতু সড়কে পরপর তিন দফায় বাস থামিয়ে ১০ থেকে ১২ জন তরুণ উঠে পেছনের আসনে বসে। এর পরপরই ঘুমিয়ে যাই। হঠাৎ করেই কয়েক জন নামার কথা বলে চালকের কাছে যায়। তারা অস্ত্রের মুখে চালককে সরিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডাকাতেরা চালক ও সুপারভাইজারকে বেঁধে ফেলে। সব যাত্রীর কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে বাসে থাকা লাগেজ চেক করতে থাকে।’
হাবিবুর আরও বলেন, ‘বাসটি তখন টাঙ্গাইলের সড়ক ধরে চলছিল। তারপরে কোথায় বাস নিয়ে গেছে কেউই জানি না। ডাকাতেরা সবারই বয়স ২৫ বছরের কম। মনে হলো তারা শিক্ষিত বেকার। সবাই টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা বলেছে। বাসে তিনজন নারী যাত্রী। তাদের দুইজন বয়স্ক। তাদের কিছু বলে নাই। কম বয়সী একজন পাশের সিটের যাত্রী। সেই সিটেই ওই নারীকে ধর্ষণ করা হয়। ওই নারী অনেক কান্নাকাটি করেছে। আমাদের কিছুই করার ছিল না। এমন ভাবে চলে যায় তিন ঘণ্টা। আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।’
‘যাত্রীদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার পর ডাকাতেরা সবাই পেছনের দিকে যায় এবং লুট করা টাকা ও মালামাল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এরপর বাসটিকে তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে নিয়ে যায়। রাত ৩টার দিকে একটি মসজিদের কাছে গতি কমিয়ে বাস থেকে নেমে যায় তারা। তখন বাসটি সড়কের পাশে কাত হয়ে দাঁড়িয়ে যায়।’ হাবিবুর রহমান পরে জেনেছেন, ওই জায়গাটা মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকা। বাসের চালক ৯৯৯ নম্বরে ফোন করলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আসেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল এক্সপ্রেস পরিবহনের একটি বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। বাসটিতে যাত্রী বেশে ওঠা ডাকাতদল যাত্রীদের জিনিসপত্র নেয় ও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২২ দিন আগে