Ajker Patrika

আটঘরিয়ায় চরমপন্থী দলের সদস্য মুসা হত্যার ঘটনায় থানায় মামলা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
Thumbnail image

পাবনার আটঘরিয়ায় চরমপন্থী দলের অন্যতম সদস্য আবু মুসাকে (৩৫) হত্যার ঘটনায় আটঘরিয়া থানায় অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার নিহতের বড় ভাই মো. রেজাউল করিম বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আটঘরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান বশরী জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার একদন্ত ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের ওলিউল্লাহ মিয়ার ছেলে আবু মুসাকে ওলির মোড় নামক স্থানে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, নিহত আবু মুসার নামে আটঘরিয়া থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে। আবু মুসা সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিলেন। তিনি গত ২০১৮ সালে সরকারের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন।

 এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত