Ajker Patrika

গৃহবধূকে ধর্ষণের অপরাধে দিনমজুরকে যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
গৃহবধূকে ধর্ষণের অপরাধে দিনমজুরকে যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের লালপুরে গৃহবধূকে ধর্ষণের অপরাধে আতাউর রহমান (৫১) নামের এক দিনমজুরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। 

আতাউর লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার ওমর আলীর ছেলে। কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন নাটোরে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম। 

পিপি সিরাজুল জানান, ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে এক গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশে আখখেতে যান। এ সময় দিনমজুর আতাউর তাঁর গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে গৃহবধূ বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। 

ধর্ষণের ঘটনার প্রায় ১৬ বছর পর বিচারিক কার্যক্রম শেষে আদালতের বিচারক মামলার রায় ঘোষণা করেছেন। এ সময় জরিমানার টাকা ভুক্তভোগী গৃহবধূকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পিপি সিরাজুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত