Ajker Patrika

পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫০
পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত আটক

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে হাফিজুর রহমান (২৬) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন।

ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকিরকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। তিনি বাঘলবাড়ী গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে। 

মৃত হাফিজুর রহমান ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে হাফিজুর রহমান স্থানীয় স্লুইসগেটের পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় রমজান আলী তাঁকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত রমজান আলীকে আটক করা হয়। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত