জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম (৪২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন। আজ বুধবার এ রায় দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুরের বিরামপুর উপজেলার ডিওর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ১০ অক্টোবর পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাট সদরে যাওয়ার সময় ইজিবাইকে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় মঞ্জুয়ারা বেগমের কাপড়ের ব্যাগ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।
ওই দিন রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মুনছুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মঞ্জুয়ারার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম। পরে ঘটনার সত্যতা পেয়ে ওই নারীর বিরুদ্ধে একই বছরের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। পরবর্তীতে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও যাবতীয় আইনানুগ প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ জানান, পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও যাবতীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মঞ্জুয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন-রায়হান নবী।
জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম (৪২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন। আজ বুধবার এ রায় দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুরের বিরামপুর উপজেলার ডিওর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ১০ অক্টোবর পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাট সদরে যাওয়ার সময় ইজিবাইকে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় মঞ্জুয়ারা বেগমের কাপড়ের ব্যাগ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।
ওই দিন রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মুনছুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মঞ্জুয়ারার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম। পরে ঘটনার সত্যতা পেয়ে ওই নারীর বিরুদ্ধে একই বছরের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। পরবর্তীতে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও যাবতীয় আইনানুগ প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ জানান, পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও যাবতীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মঞ্জুয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন-রায়হান নবী।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫