বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় পকেটখালি পুলিশ ফাঁড়ির পাশে এক পুলিশ সদস্য ও তাঁর স্ত্রীকে বেঁধে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই ফাঁড়ির এক উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, পুঠিয়া-বাঘা সড়ক হয়ে রাঙামাটি পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল মেজবাহ উদ্দিন তাঁর স্ত্রী শিরিন সুলতানাকে মোটরসাইকেলে নিয়ে রাজশাহীর বাঘা উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বাগাতিপাড়া থানাধীন পকেটখালি পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত সড়কে দড়ি বেঁধে তাঁদের পথ রোধ করে। পরে তাঁদের কাছ থেকে মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। এ ছাড়া তাঁদের হাত-পা বেঁধে সড়কের পাশের গমখেতে ফেলে রেখে যায়। পরে দীর্ঘ সময় পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে।
এ ঘটনায় শিরিন সুলতানা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি মামলা করেন। পরে পকেটখালি পুলিশ ফাঁড়ির তদারকির দায়িত্বে থাকা বাগাতিপাড়া থানার এসআই মাজহারুল ইসলামকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনসে পাঠানো হয়।
মামলার অভিযোগে শিরিন সুলতানা বলেন, তাঁর স্বামী মেজবাহ উদ্দিন ২০১৮ সালে পকেটখালি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রাঙামাটিতে কর্মরত। তাঁদের গ্রামের বাড়ি কুষ্টিয়া। ছুটিতে বাড়ি এসে স্বামী তাঁকে নিয়ে গত বৃহস্পতিবার বগুড়াতে গিয়েছিলেন। বগুড়া থেকে ফিরতে রাত হওয়ায় তাঁরা বাঘায় আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন। এ জন্য রওনা হন পুঠিয়া-বাঘা সড়কে। রাত আনুমানিক ১০টার দিকে পকেটখালি পুলিশ ফাঁড়িতে পৌঁছান তাঁরা। সেখানে টহলরত পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর স্বামী কথাবার্তাও বলেন। তাঁদের কাছে বিদায় নিয়ে রওনা দেন তাঁরা। সেখান থেকে ৩০০ মিটার সামনে যাওয়ার পরেই দুর্বৃত্তরা পথ রোধ করে তাঁদের।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শিরিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি। তবে পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের ধরতে মাঠে কাজ করছে।
নাটোরের বাগাতিপাড়ায় পকেটখালি পুলিশ ফাঁড়ির পাশে এক পুলিশ সদস্য ও তাঁর স্ত্রীকে বেঁধে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই ফাঁড়ির এক উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, পুঠিয়া-বাঘা সড়ক হয়ে রাঙামাটি পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল মেজবাহ উদ্দিন তাঁর স্ত্রী শিরিন সুলতানাকে মোটরসাইকেলে নিয়ে রাজশাহীর বাঘা উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বাগাতিপাড়া থানাধীন পকেটখালি পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত সড়কে দড়ি বেঁধে তাঁদের পথ রোধ করে। পরে তাঁদের কাছ থেকে মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। এ ছাড়া তাঁদের হাত-পা বেঁধে সড়কের পাশের গমখেতে ফেলে রেখে যায়। পরে দীর্ঘ সময় পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে।
এ ঘটনায় শিরিন সুলতানা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি মামলা করেন। পরে পকেটখালি পুলিশ ফাঁড়ির তদারকির দায়িত্বে থাকা বাগাতিপাড়া থানার এসআই মাজহারুল ইসলামকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনসে পাঠানো হয়।
মামলার অভিযোগে শিরিন সুলতানা বলেন, তাঁর স্বামী মেজবাহ উদ্দিন ২০১৮ সালে পকেটখালি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রাঙামাটিতে কর্মরত। তাঁদের গ্রামের বাড়ি কুষ্টিয়া। ছুটিতে বাড়ি এসে স্বামী তাঁকে নিয়ে গত বৃহস্পতিবার বগুড়াতে গিয়েছিলেন। বগুড়া থেকে ফিরতে রাত হওয়ায় তাঁরা বাঘায় আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন। এ জন্য রওনা হন পুঠিয়া-বাঘা সড়কে। রাত আনুমানিক ১০টার দিকে পকেটখালি পুলিশ ফাঁড়িতে পৌঁছান তাঁরা। সেখানে টহলরত পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর স্বামী কথাবার্তাও বলেন। তাঁদের কাছে বিদায় নিয়ে রওনা দেন তাঁরা। সেখান থেকে ৩০০ মিটার সামনে যাওয়ার পরেই দুর্বৃত্তরা পথ রোধ করে তাঁদের।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শিরিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি। তবে পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের ধরতে মাঠে কাজ করছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২২ দিন আগে