প্রতিনিধি (বগুড়া) শেরপুর
বগুড়ার শেরপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা–পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সোহাগ (২৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের মজনু আকন্দের ছেলে। গতকাল শনিবার রাতে তাঁকে শেরপুর উপজেলার শুভগাছা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণ মামলায় বলা হয়, মো. সোহাগ শেরপুরের বোয়ালমারী এলাকায় মাটির কাটার কাজ করতেন। তিনি বাদীর বাড়িতে মেশিনের মবিল ও তেল রাখতেন। সেই সূত্রে ওই কিশোরীর সঙ্গে তাঁর পরিচয়। গত শুক্রবার রাতে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে থাকা সোহাগ তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর মেয়েটিকে ফসলের খেতে ধর্ষণ করে রাস্তার পাশে রেখে যান। বাড়ির লোকজন মেয়েটিকে বিছানায় দেখতে না পেয়ে বাড়িতে ও চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর তাঁকে বাড়ির পাশেই রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে রাতেই পুলিশ সোহাগকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় শেরপুর থানায় গতকাল শনিবার দিবাগত সন্ধ্যায় ওই ছাত্রীকে অপহরণ ও ফসলি জমিতে ধর্ষণের অভিযোগে থানায় দেওয়া লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। এরপরই অভিযান চালিয়ে উপজেলা শুভগাছা বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানা–পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, আজ রোববার এই মামলায় গ্রেপ্তারকৃত সোহাগকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়ার শেরপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা–পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সোহাগ (২৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের মজনু আকন্দের ছেলে। গতকাল শনিবার রাতে তাঁকে শেরপুর উপজেলার শুভগাছা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণ মামলায় বলা হয়, মো. সোহাগ শেরপুরের বোয়ালমারী এলাকায় মাটির কাটার কাজ করতেন। তিনি বাদীর বাড়িতে মেশিনের মবিল ও তেল রাখতেন। সেই সূত্রে ওই কিশোরীর সঙ্গে তাঁর পরিচয়। গত শুক্রবার রাতে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে থাকা সোহাগ তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর মেয়েটিকে ফসলের খেতে ধর্ষণ করে রাস্তার পাশে রেখে যান। বাড়ির লোকজন মেয়েটিকে বিছানায় দেখতে না পেয়ে বাড়িতে ও চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর তাঁকে বাড়ির পাশেই রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে রাতেই পুলিশ সোহাগকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় শেরপুর থানায় গতকাল শনিবার দিবাগত সন্ধ্যায় ওই ছাত্রীকে অপহরণ ও ফসলি জমিতে ধর্ষণের অভিযোগে থানায় দেওয়া লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। এরপরই অভিযান চালিয়ে উপজেলা শুভগাছা বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানা–পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, আজ রোববার এই মামলায় গ্রেপ্তারকৃত সোহাগকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪